আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
156 views
in সালাত(Prayer) by (39 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকা-তুহ।
বেতের নামায কাযা হলে প্রথমে ফজরের নামায পড়তে হবে নাকি বেতের কাযা পড়ে তারপর ফজর পড়বে?

যদি কেউ বেতের কাযা না পড়ে ফজর নামায পড়ে নেয় ওয়াক্ত শেষ হওয়ার আশংকা করে এবং ফজর পড়ার পর দেখে বেতের কাযা পড়ার মতো সময় অবশিষ্ট আছে তাহলে কি সে সময়ে বেতের কাযা পড়া যাবে? তাকে পুনরায় ফজর সহ বেতের কাযা পড়তে হবে নাকি তার ফজর নামায আদায় হয়েছে।

1 Answer

0 votes
by (64,500 points)
edited by

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

আবু সাঈদ খুদরী রাযি. বলেন, আমি রাসুল   কে বলতে শুনেছি,

لا صَلاةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ وَلا صَلاةَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ

ফজরের সালাতের পর থেকে সূর্যোদয় পর্যন্ত কোনো সালাত নেই। আসরের সালাতের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো সালাত নেই।’’ সহীহ বুখারী ৫৫১

বি.দ্র- ফজরের ওয়াক্তের শুরু থেকে ফজরের সালাত এবং ফজরের সালাত থেকে সূর্যোদয় এবং আসর থেকে মাগরিব পর্যন্ত কাযা সালাত, জানাযার সালাত এবং সিজদায়ে তেলাওয়াত আদায় করা মাকরূহ নয়। ফিকহুল ইবাদাহ লিল হালাবী

 

হযরত হাফসা রাঃ থেকে বর্ণিত, নবীজী সা.  বলেন,

إِذَا طَلَعَ الْفَجْرُ لاَ يُصَلِّى إِلاَّ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ وفى رواية إلا ركعتي الفجر

রাসূল সাঃ ফজর উদিত হবার পর ফজরের দুই রাকআত সুন্নাত ছাড়া অন্য কোন সালাত পড়তেন না।’’ সহীহ মুসলিম ১৭১১, সহিহ বুখারি ১১৭৩

ইমাম তিরমিযী রাহি. বলেন,

وهو ما أجمع عليه أهل العلم، كرهوا أن يصلي الرجل بعد طلوع الفجر إلا ركعتي الفجر.

আহলুল ইলম একমত যে, কোনো ফজরের সময় হওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সময়ে ফজরের দুই রাকাআত সুন্নাত ছাড়া অতিরিক্ত নফল পড়াকে মাকরুহ মনে করেন।’’ তিরমিজি ৭৫

 

বিতরের নামাজ পড়তে পড়তে ফজর শুরু হওয়া সম্পর্কে জানুন- https://ifatwa.info/50664/

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!

 

১. বিতরের নামাজ কাযা হয়ে গেলে আপনি চাইলে ফজরের নামাজের আগেও পড়তে পারেন। আবার বিতরের নামাজ কাযা পড়ার মতো সময় অবশিষ্ট থাকলে ফজরের নামাজের পরেও পড়তে পারেন। এতে কোনো সমস্যা নেই।

২. না, প্রশ্নোক্ত ক্ষেত্রে ফজরের নামাজ পড়ার পরে বিতরের  নামাজ কাযা পড়ার মতো সময় অবশিষ্ট থাকলে ফজরের নামাজের পরে বিতরের নামাজ কাযা পড়লেও পুনরায় ফজরের নামাজ আর কাযা করা লাগবে না। বরং ফজরের নামাজ হয়ে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 226 views
0 votes
1 answer 195 views
...