Assalamualaikum wa rohmatullohi wa barokatuh
আমার আজকে ফজরের নামাযের সময় উঠতে দেরি হয়ে গিয়েছিল,,নামায পড়তে এসে দেখি 10মিনিট আছে নিষিদ্ধ সময় শুরু হওয়ার, আমার নামা্য পড়তে একটু সময় লাগে,,আমি ভেবেছি যে সুন্নাত নামায পড়লে ফরজ নামায আদায় করতে পারব না,, তাই আমি ভয়ে ফরজ নামায আগে পড়ে নিয়েছিলাম,,তার পর দেখি আর ও 2 মিনিট বাকি ছিল,,2 মিনিট এ তো আমি সুন্নাত নামায পড়তে পারব না,,তাই নিষিদ্ধ সময় শেষ হওয়ার পর সুন্নাত নামায পড়েছি,, আমার নামায হবে বা কাযা করা লাগবে?..গুনাহ হবে?