ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
( وعن أبي خراش عن بعض أصحاب النبي صلى الله عليه وسلم قال : قال رسول الله صلى الله عليه وسلم : { المسلمون شركاء في ثلاثة : في الماء والكلإ والنار } رواه أحمد وأبو داود ، ورواه ابن ماجه من حديث ابن عباس
রাসূলুল্লাহ সাঃ বলেন, মুসলমানগণ তিনটি জিনিষে সমান ভাবে শরিক।পানি,ঘাস,এবং আগুন।
(নাইলুল আওতার-২৪০৫)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
মানুষের জন্য উন্মুক্ত সরকারি পার্ক গুলোতে গুরু ছাগল চড়ানো যাবে।এবং সেখান থেকে ঘাস, গাছের পাতা এনেও খাওয়ানো যাবে।
(২)
,মানুষের জায়গায় সেখানে ঘাস আছে,তার চাষকৃত নয়,তাহলে সেখান থেকে ঘাস খাওয়ানো যাবে।
(৩)
অনেকে খালি জায়গায় কিনে ফেলে রাখে, নিচে ঘাস হয়, সেখানে গরু ছাগল চড়ানো যাবে।এতে কোনো সমস্যা হবে না।
(৪)
রাস্তার পাশে গুরু ছাগলকে ঘাস খাওয়ানো যাবে।