বাজারের প্রায় সব প্রসাধনীতে এ্যালকোহল দেওয়া,,,,প্রয়োজনের খাতিরে ক্রিম,লোশন ব্যাবহার করা হয়।যেসব ক্রিম বা লোসনে এ্যালকোহল থাকে সেগুলো ব্যাবহার করে নামাজ পড়লে কি নামাজ হবে?? যেহেতু এ্যালকোহল হারাম।মাঝে মাঝে হোমিওপ্যাথিক ঔষধেও এ্যালকোহল ব্যবহৃত হয়,তাহলে কি হোমিওপ্যাথিক ঔষধ খাওয়াও না জায়েজ, যেটাতে এ্যালকোহল থাকে??