ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ইদ্দত পালনকারিণীর অবস্থানঃ
عَلَى الْمُعْتَدَّةِ أَنْ تَعْتَدَّ فِي الْمَنْزِلِ الَّذِي يُضَافُ إلَيْهَا بِالسُّكْنَى حَالَ وُقُوعِ الْفُرْقَةِ وَالْمَوْتِ كَذَا فِي الْكَافِي.
ইদ্দত পালনকারীণী ঐ ঘরে ইদ্দত পালন করবে যেখানে সে বিবাহ বিচ্ছেদন সময়ে বা স্বামীর মৃত্যুকালীন সময়ে অবস্থান করে আসছিলো।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫৩৫)
الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا تَخْرُجُ نَهَارًا وَبَعْضَ اللَّيْلِ وَلَا تَبِيتُ فِي غَيْرِ مَنْزِلِهَا كَذَا فِي الْهِدَايَةِ.
স্বামী মৃত্যুর ইদ্দত হলে স্ত্রী স্বামীর বাড়ীতেই অবস্থান করবে।বিশেষ প্রয়োজন হলে দিনে ও রাত্রের পাথমিক অংশে বাহিরে যেতে পারবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া;১/৫৩৪)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/16207
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার মা ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করবেন।আপনার বাবার মৃত্যুর সময়ে আপনার মা আপনার বাবার সাথে যে ঘরে অবস্থানরত ছিলেন,তিনি সেই ঘরেই ইদ্দত পালন করবেন। হ্যা, প্রয়োজনে দিনের বেলায় বাহিরে যেতে পারবেন।তবে রাতের বেলায় সেই ঘরে অবস্থান করবেন। যদি এখানে অবস্থান করার মত কোনো সুযোগ না থাকে, তাহলে অন্যত্রও থাকতে পারবেন।জ্বী, মজবুর হলে আপনি আপনার মাকে কর্মস্থলের কাছাকাছি নিয়ে আসতে পারবেন, নতুবা পারবেন না।