আস্ সালামু আলাইকুম, আমি কম্পিউটার সাইন্স এ অনার্স কম্পলিট করছি এবং অবিবাহিত,,, আমার বাবা মা চাই আমি জব করি,,, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আমার বাবা সরকারি চাকুরি করেন এবং ওনি অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন,, এবং ওনি আমার জবের জন্য বিভিন্ন চাকুরী পরীক্ষার জন্য এপ্লাই করছেন,, কিন্তু শায়েখ আমি যখন দ্বীন বুঝতে শিখি তখন মোটামুটি জেনেছি বাবার সামার্থ থাকলে মেয়েদের বাইরে জব করার দরকার নেই পর্দার খেলাফ হয়,,, কিন্তু আমার ফ্যামিলি দ্বীন কি জানে না পর্দা কি তাও বুজে না,,, এ অবস্থায় আমার করণীয় কি,, আমার বাবা মা প্রতিদিন আমাকে জবের জন্য পড়তে বলেন বিসিএস এর জন্য পড়াশোনা করতে বলেন,,, আর আমার নিজের ভিতরও কষ্ট হয়,, এই চিন্তা করে আমার বাবা মা আমাকে পড়াশোনা করার জন্য কত কষ্ট করেছেন এবং অনেক টাকা খরচ করেছেন এখন ওনারা চান আমি নিজে রোজকার করি ওনাদের সাহায্য করি,,, বাট আমার জব করার কোন ইচ্ছে নেই,,, আমি বুঝতেছি না আসলে আমার কি করা উচিত,,, দয়া করে যদি কিছু পরামর্শ দিতেন মানসিক ভাবে কিছুটা শান্তি পেতাম ,,,
জাযাকুমুল্লাহ খাইর