ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وَلِلَّهِ يَسْجُدُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مِن دَابَّةٍ وَالْمَلَائِكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُونَ
আল্লাহকে সেজদা করে যা কিছু নভোমন্ডলে আছে এবং যা কিছু ভুমন্ডলে আছে এবং ফেরেশতাগণ; তারা অহংকার করে না।
يَخَافُونَ رَبَّهُم مِّن فَوْقِهِمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ۩
তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায়, তা করে(সূরা নাহল-৪৯-৫০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ফিরিশতাদের যা কিছু আদেশ করা হয়, তারা সবকিছুই করে। তারা আল্লাহর হুকুমের বরখেলাপ কখনো করে না। আর মানুষ নেকির কাজ বদির কাজ সবই করতে পারে।সুতরাং ফিরিশতাকে মানুষের মত স্বাধীন বলা যাবে না।
(২)
মানুষের মধ্যে নেকি করা ও গোনাহ করা, উভয়টির যোগ্যতা থাকার পরও মানুষ যেহেতু নেকির কাজ করে, তাই মানুষ ফিরিশতার চেয়েও উত্তম।কেননা ফিরিশতাতো শুধুমাত্র নেকির কাজ করতে পারে, গোনাহের কাজ করতে পারে না।