আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।। স্বপ্নের যতটুক ইয়াদ আছে, আমি একটা ক্লাসে ছিলাম, ওখানে কোনো উস্তাদ/উস্তাযা বলছিলেন কে আরবী হরফের ছোট ফ্রম মানে কোর'আনে যেভাবে হরফ লিখা হয় তা কে লিখতে পারবে, তো আমি ব্লাক বোর্ডে গিয়ে লেখি আবি হরফ বা তা আর ছা। এরপর কেউ আমার প্রশংসা করে, এবং জায়গাটা সোনালী রঙের মসজিদ এর মতো অনেকটা হয়তো মাসজিদে নববীর মতো। এরপর আমি একটা অন্যায় করে ফেলি ওখানে কারো সাথে কথা বলা নিষেধ ছিলো,আমি এক বোনকে বলছিলাম, জানো আজকে আমার খুব কষ্ট হচ্ছে, আবার আনন্দও হচ্ছে, আমি জীবনে ছোটবেলায় রঙ্ধনু দেখেছিলাম আর সেদিন স্বপ্নে দেখি রঙ্ধণু আর আমি জান্নাতে যাচ্ছি, (বাস্তবে আমি এরকম স্বপ্ন কোনোদিন কিন্তু দেখিনি) এরপর আমাকে কোনো একটা অন্যায়ের শাস্তি দেওয়ার প্রস্তুতি চলে আর আমি একজায়গায় সিজদাহতে লুটিয়ে পড়ি সামনে বেশ দূরে ছিলো কাবাঘর হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর আমি সম্ভবত মৃত্যু চাইতে থাকি, বলতে থাকি যে হে আল্লাহ আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে, আমি তোমার ঘরের সামনে আছি,আমাকে তুমি নিয়ে নাও, আর আমি খুব কাদঁছিলাম । এটা বাস্তবেও আমি চাই যে রব্বের ঘরের সামনেই যেনো সিজদাহ্ অবস্থায় ঝুম বৃষ্টিতে আজরাইল আঃ এর সাথে সাক্ষাৎ হয়।এরপর আমাকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য অনেক জন টানাটানি করতে থাকে আর আমি বুঝতে পারি যে আমার মৃত্যু খুব নিকটে আমি আর কিছু সময় পরই মারা যাবো তাই আমি ওদেরকে অনুরোধ করতে থাকি আমাকে সিজদাহ্তে থাকতে দাও অতপর আমার জিনিস কেউ নিয়ে যায় আর আমি তাতে বাধা দেই না মনে মনে বলতে থাকি মৃত্যুর পর এগুলার আর কিইবা মূল্য, মনে পড়ে আমার গুছানো হাজার জিনিসের কথা আর ভাবতে থাকি কাউকে যদি বলতে পারতাম ওগুলা দান করে দিতে, এরপর আবার দেখি একটা ছোট্ট মেয়ে আরেকটা মেয়েকে অপমান করছে গরীব এতিম বলে আর আমি তাকে বলছি তুমি একে ওসব কেনো বলছো তুমি যদি তার জায়গায় থাকতে তাহলে এমন কখনোই করতে পারতে নাহ,আর আমি তাকে নিয়ে এসে আমার কিছু জিনিস তাকে দিয়ে দেই এরমধ্যে একটা মিসওয়াকের প্যাকেটও ছিলো সম্ভবত(বাস্তবে এইকয়দিন ঘরের কাজ চলায় আমি নিজের মিসওয়াকটা ঠিকমতো করতে পারছিনা)।এরপর আমার ঘুম ভেঙে যায়। গতকালও স্বপ্নে নিজেকে মৃত্যুর হালতে দেখেছি, দেখি আমি নামাজরত অবস্থায় আত্তাহিয়াতুর যায়গায় এসে আমার হাত ২টা কেমন প্যারালাইজড হয়ে যায়, আস্তে আস্তে আমার পুরো শরীর, আর আমি সিজদাহ্য় ঝুকেঁ যাই ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজীউন পড়ি, এরপর স্বপ্নেই মারা যাই মনে করি এরপর আবার আমার রুহ ফিরে আসে আর আমি হাপাতেঁ থাকি আর আম্মুকে বলতে থাকি তখন আবারও সেইম অবস্থা হয় আর আমার মাথায় তারা পানি ঢালতে থাকে। কিন্তু আমি সজাগ হই না এরপর ঘুম ভেঙে যায়। এসবের কি কোনো মানে আছে?