বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনার বর্ণিত ঐ বইখানা পড়া হয়নি। তাই এ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারছি না। হা, আপনার নিকট উক্ত বইখানা থাকলে আপনি সেই বইয়ের কিছু ছবি, এবং বিশেষকরে যেখানে সন্দেহ হবে, সেই জায়গাটুকু হুবহু কপি করে আমাকে দিবেন।তখন আপনাকে এর বিধি-বিধান জানাতে সক্ষম হবো।
ইবনে কাইয়ুম রঃ এর লিখিত তিব্বে নববী, ইবনে সিনা লিখিত আল কানুন ফিত-তিব এবং ইবনু নাফিস লিখিত আশ-শামিল ফিত-তিব কিতাবখানাও পড়তে পারবেন।
(২)
পুরোপরি দ্বীনদ্বার নয়, তবে পাত্র সম্পর্কে পূর্ণ ইয়াকিন বিশ্বাস হয় যে, সে আপনাকে দ্বীন পালনে বাধা দিবে না, এই বিশ্বাস হয়তো তার পরিবারের পরিবেশ দেখে হতে পারে অথবা তার কথা থেকে হতে পারে। তাহলে এমন পাত্রর সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন।
(৩)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1715