আসসালমুআলাইকুম। আমি দীর্ঘ কিছু বছর থেকে মানসিক রোগের ওষধ খাচ্ছি। এবং হয়ত এই কারণে চট চট করে যে কোনো বিষয় এ রেগে যাচ্ছি , রাগ টাকে সামলানোর চেষ্টা করছি কোনো সময় হচ্ছে আবার কোনো সময় সামলানো হচ্ছে না। এমন ভাবে চলছে। ২ দিন আগে আমার স্ত্রীর সঙ্গে একটু মনের অমিল হয় । সেই কারণে ২ দিন ধরে মনের মধ্যে একটু একটু রাগ ছিল আবার যখন আমার স্ত্রী আমাকে ফোন করছে তখন আমি খুবই রেগে যাচ্ছি কারণ তার কাছে থেকে আমি কষ্ট পেয়েছি । আমি আমার স্ত্রী কে ভীষণ ভালোবাসি সেও আমাকে ভালোবাসে ।
.বিষয় টা হচ্ছে ফোন এ কথা বলতে বলতে রেগে গিয়েছিলাম এবং তাকে অনেক বার সীমিত থাকতে বলা হচ্ছিল সে যেনো কথা না বলে , কিন্তু সে কথা বলছিল আমাকে বোঝানোর চেষ্টা করছিল এমন অবস্থায় আমি তাকে বার বার বোঝাচ্ছি তোমার আমাকে নিয়ে সমস্যা হলে ছাড়পত্র করে নাও, পরিবার এর সঙ্গে কথা বলো, এইসব বলেছিলাম , এবং এটাও বলি বেশি কথা বললে তালাক দিবো, সে আবারও বেশি বলছিল , তারপর চুপ হয়েযায়। আমি তখন নিজেকে সমলে নিয়েছিলাম কিছুটা কিন্তু নিজের মনের রাগ ঠান্ডা করতে ১ তালাক বলে ফেলেছি ।
১.আমার স্ত্রীর হায়াজ অবস্থায় বলেছি এক্ষেত্রে কি আমার তালাক হয়ে গিয়েছে? এই তালাক আমার কি রূপে গণ্য হবে? মানসিক অসুস্থ এর ঔষধ খাওয়া কারণে কি কোনো ছাড় পাওয়া যাবে?
২. এটা কি প্রথম তালাক হিসেবে গণ্য হবে ? নাকি মানসিক কারণের জন্য হবে না?
৩. আমি কি আমার স্ত্রী কে ফিরিয়ে নিয়ে আগের মত সুখে শান্তিতে দিন কাটাতে পারব?
৪. আমি বলছি আমার স্ত্রী কে এই ভুল আবার করলে আমি আবার তোমাকে তালাক দিবো । এই টা বলা আমার ঠিক হয়নি।
কিন্তু আমার স্ত্রী যদি আবার একই ভুল করে তাহলে কি আমার না বললে ও তালাক হয়ে যাবে?
৫. যেহেতু আমার স্ত্রী কে একবার বলছি এখন ফিরিয়ে নেওয়ার পর , যদি পরবর্তী তে আবার তালাক বলি তাহলে কি আবারও প্রথম তালাক নাকি দ্বিতীয় তালাক হিসেবে গণ্য হবে? আমি আর এই কাজ কখনো করবো না।
আমি মানসিক রোগের ওষধ খাচ্ছি জানিনা এমন তীব্র এবং তাৎক্ষনকভাবে রাগ হয়ে যাচ্ছে কেনো ওষধ এর পার্শ প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে একটু জানাবেন।
যখন আমি শান্ত হয়ে যায় তখন আমার মনে হয় কিছু হয়নি আমি অনেক বড় ভুল করেছি খুব আফসোস হয় , সেটা আমার যে কোনো বিষয় নিয়ে।
আমাকে বিস্তারিত ভেবে জানাবেন এবং আমার করণীয় কি বলবেন। আর আমার স্ত্রী হায়েজ অবস্থায় ছিল। উত্তরের অপেক্ষায় রইলাম।
মুফতী সাহেব কোনো সমস্যা ছাড়া আমার স্ত্রীকে ফিরে পেতে চায় । আমাকে সঠিক উত্তর দিয়ে সাহায্য করুন।