জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
প্রশ্নে উল্লেখিত ছুরতে জানতে হবে যে যেই বিল্ডিংয়ের ভাড়ার টাকা দিয়ে আপনাকে গিফট দিয়েছে,দাওয়াত দিচ্ছে,সেই বিল্ডিং নির্মাণে হারাম টাকাই পুরাটা ছিলো?
নাকি হালাল হারাম মিশ্রিত ছিলো?
মিশ্রিত হলে হারাম টাকার পরিমান বেশি ছিলো না কি হালাল টাকার পরিমান বেশি?
যদি বিল্ডিং নির্মাণে পুরো টাকাই বা অধিকাংশ টাকাই হারাম হয়,তাহলে এই গিফট নেয়া যাবেনা।
তার বাসায় দাওয়াত খাওয়া যাবেনা।
দাওয়াত খেলে বা গিফট নিলে সেই পরিমান টাকা ছওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দান করে দিবেন।
(০২)
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ " .
যুবায়ের ইব্ন মুত’ইম (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে বলতে শুনেছেনঃ আত্নীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। (আবু দাউদ ১৬৯৬.বুখারী, মুসলিম, তিরমিযী)।
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثٍ فَمِنْ هَجَرَ فَوْقَ ثَلَاثٍ فَمَاتَ دَخَلَ النَّارَ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন মুসলিমের জন্য এটা বৈধ নয় যে, সে তিনদিনের বেশি সময় অপর কোন মুসলিম ভাইয়ের প্রতি অসন্তুষ্ট হয়ে সাক্ষাৎ পরিত্যাগ করে। যে ব্যক্তি তিনদিনের বেশি সময় অপর ভাইকে ত্যাগ করল, আর এ সময় তার মৃত্যু হলো, তবে সে জাহান্নামে প্রবেশ করবে।
(সহীহ : আহমাদ ৯০৯২, আবূ দাঊদ ৪৯১৪, সহীহুল জামি‘ ৭৬৫৯, সহীহ আত্ তারগীব ২৭৫৭, ইরওয়া ৭/৯৪, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯১৬১, হিলইয়াতুল আওলিয়া ৮/১২৬।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার মা,খালার গুনাহ হবে।
আপনি যদি যোগাযোগ চালিয়ে না যান,মাঝে মধ্যে ফোনে হলেও কথা বার্তা না বলেন,তাহলে আপনারও গুনাহ হবে।
আপনাদের জন্য পরামর্শ থাকবে,আপাতত সালাম বিনিময়ের জন্য হলেও মাঝে মাঝে কল দেয়ার।
বা সালাম দেয়ার জন্য মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করার।