ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
যদি দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুল হয়ে থাকে, তাহলে বিয়ে হয়ে গেছে, এখন ঐ স্বামী কর্তৃক তালাক হতে হবে।আর স্ত্রীর তথা আপনার তালাকের অধিকার থাকলে আপনি প্রথমে নিজের উপর তালাক গ্রহণ করবেন।তারপর ইদ্দত তথা ৩ হায়েয অতিক্রান্ত করার পর আপনি দ্বিতীয় স্বামীর সাথে পূনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।
প্রথম স্বামীর সাথে তালাক ব্যতিত আপনার দ্বিতীয় বিবাহ কখনো গ্রহণযোগ্য হবে না। তাই যেকোনো ভাবে প্রথম স্বামীর নিকট থেকে তালাক গ্রহণ করতেই হবে।কেননা একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকাবস্থায় অন্যর সাথে বিয়ে কখনো অনুমোদিত হতে পারে না। তাই প্রয়োজনে কোর্টের মাধ্যমেও তার কাছ থেকে তালাক গ্রহণ করে নিতে হবে।অথবা আপনার কাছে তালাকের অধিকার থাকলে, আপনি নিজের উপর তালাক নিয়ে নিবেন।
দ্বিতীয় স্বামীর কাছে বিষয়টির উল্লেখের প্রয়োজন নাই।আপনি ঐ ব্যক্তির খোজ করুন।তাকে পাওয়ার সর্বোচ্ছ চেষ্টা করুন।তার কাছে তালাকের আবেদন করুন।তাকে বিষয়টি বুঝান। যদি শতচেষ্টার পরও তাকে খুজে পাওয়া না যায়, তাহলে তাকে মৃত ভেবে ইদ্দত চারমাস ১০ পালন করে আবার দ্বিতীয় স্বামীর সাথে নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। এ বিষয়ে আপনি আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন।