আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু, উস্তাদ, রিপ্লাই পেলে উত্তম হয়, কারণ রিয়ার ভয় হচ্ছে একটু দ্রুত যদি উত্তরটা দিতেন।
আমি এর আগে হিফজ শুরু করে মাঝখানে থেমে যাই জ্বীনের অতিরিক্ত সমস্যার কারণে তো এখন আলহামদুলিল্লাহ হাল্কা পাতলা সমস্যা হয় তাই মাদ্রাসায় ভর্তির চেষ্টা করি কিন্তু তারা আমাকে নেয়নি, এইজন্য আবার বাসায়ই হিফজের জন্য ২য় বার আবার শুরু করি আর একটা রুটিন সাজাই৷ তো সেই অনুযায়ী প্রথম দিনই অর্থাৎ, গতকাল আম্মুকে আমি বলি যদি এখন পুরোপুরি সুস্থ হয়ে যাই তবে তো আলহামদুলিল্লাহ আর যদি এখনো কোনো জ্বীনের সমস্যা থাকে তাহলে তাও বুঝবো ইনশাআল্লাহ। কারণ এই কোর'আন মুখস্থ করতে গিয়েই আমার এই সমস্যাটা প্রকাশ হয় আর আমি বিশ্বাস করি কোর'আনই এর সমাধান
এরপর ফজরের পর ৭:টায়(আমি দোয়া পড়েই ঘুমিয়েছিলাম ডান কাতে) স্বপ্নে দেখি আমি আমাদের খুলনায় ফ্লাটের (ছাদের) শুরুর সিড়িটা দিয়ে নিচের দিকে দৌড়াচ্ছিলাম আর পিছন থেকে কেউ ধাওয়া করছিলো আমি অনেক জোরে আল্লহু আকবার আল্লহু আকবার বলছিলাম স্বপ্নে, আর তাই তার নাগাল থেকে ছুটে যেতে পারতেছিলাম, ব্যপারটা এমন ছিলো যদি সে আমাকে ধরতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে, আর আমি দৌড়ে বাচতেঁ পারলে তো বাচঁলামই, আর চতুর্দিকে সবাই ২জন করে দাঁড়ায় আছে,একজন কামড়ে ধরে আছে আরেকজনকে৷ সবাই কালো বোরকায় আবৃত, নজর আমার দিকেই,আমাকে যে ধাওয়া করছিলো সে সাদা ওড়না দিয়ে মাথা পেচানোঁ আর সারা গায়ে কালো বোরকা।একপর্যায়ে সে আমাকে ধরে ফেলে কিন্তু আমার স্বপ্নেই মনে হতে থাকে খারাপ জ্বীন/শয়তানকে ধরতে পারলে মেরে ফেলা উচিত,ছাড়া উচিত না,রুকাইয়ার বইতে পড়েছিলাম।তো আমি তার সাথে কুস্তি করে তাকে মাটিতে ফেলে দেই গলা টিপে ধরি আর চিৎকার করে বলতে থাকি, ইয়া আল্লাহ এ আমাকে অনেক জ্বালাইছে আজকে তুমি তাকে মেরে ফেলো, আল্লহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইত্বনির রজীম ।আমার মনে হতে থাকে ওইটা একটা শয়তানই। এতোটুকু পর সম্ভবত সে আমাকে ছিটকে ফেলে দৌড় দেয় অথবা আমি সরে আসি আর আতকে উঠে ঘুম ভেঙে যায় ৭:৫০ এ।এরপর আবার ঘুমাইলে দেখি আমি নামাজরত অবস্থায় আত্তাহিয়াতুর যায়গায় এসে আমার হাত ২টা কেমন প্যারালাইজড হয়ে যায়, আস্তে আস্তে আমার পুরো শরীর, আর আমি সিজদাহ্য় ঝুকেঁ যাই ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজীউন পড়ি, এরপর স্বপ্নেই মারা যাই মনে করি/জ্ঞান হারাই এরপর আবার আমার রুহ ফিরে আসে আর আমি হাপাতেঁ থাকি আর আম্মুকে বলতে থাকি তখন আবারও সেইম অবস্থা হয় আর আমার মাথায় তারা পানি ঢালতে থাকে।এরপর ঘুম ভেঙে যায়। এসবের কি কোনো মানে আছে?