ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ওয়াসওয়াসা থেকে বাচতে অতি সত্তর আপনি পৃথক বাসায় স্থানান্তরিত হবেন। মুসলিমদের সাথে বসবাস করাই নিরাপদ। এটাই সকল সমস্যার সমাধান। কেননা অমুসলিমরা পাক নাপাকি সম্পর্কে ফলো করে না, তাই আপনার জামা কাপড় অপবিত্র হওয়ার সমূহ সম্ভাবনা থেকেই যায়।
(২)
পাক নাপাক সম্পর্কে জানা আপনার উপর ফরয।তাই অতি সত্বর পাক নাপাকি সম্পর্কে জানবেন।এবং সেজন্য চেষ্টা করবেন। আপাতত নিজের বিবেক বুদ্ধি দ্বারা কাজ চালিয়ে যাবেন।
(৩)
ভেজা হাত/কাপড় শুকনো নাপাক জিনিসে লাগলে উক্ত শুকনো জিনিষ নাপাক হবেনা।
(৪)
না, ধৌত করতে হবে না।তবে আপনি অতি সত্বর অমুসলিমদের কাছ থেকে বিদায় গ্রহণ করে মুসলিমদের সাথে বসবাস করার চেষ্টা করবেন।
(৫)
নাপাক কাপড় ধৌত করার পানির ছিটা নাপাক, এটাই আপনি গ্রহণ করবেন।
(৬)
ফ্লোরে পানি ঢেলে তিনবার ধৌত করে নিলেই ফ্লোর পবিত্র হয়ে যাবে।
(৭)
উনি কোনো মাযহাবের আলোকে ফাতাওয়া দেননা। সুতরাং আপনি যদি হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন, তাহলে হানাফি মাযহাবের ফাতাওয়াকে অনুসরণ করবেন।