আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১. কোনো যদি একদিনের সফর বা বাসা থেকে ভার্সিটির হলে যেতে সফরের দূরত্ব এ যায়,সাথে যদি কোন মাহরাম কেউ না থাকে তবে কি সেই মেয়ে সফরের নিয়তে বাসা থেকে বের হতে পারবে এবং রাস্তায় কি স্বলাত কসর করতে পারবে??? নাকি সে সফরের নিয়তই করতে পারবে না সাথে মাহরাম না থাকায়??
২.কোন কোন সময় কুরআন -সুন্নাহর কোন ঘটনা শুনলে ঠিক অবিশ্বাসজনক না তবে কেমন টাইপ কথা যেন মনে উদয় হয় যেটাকে মনে হয় শানে বেয়াদবি,যেমনঃ আল্লাহর রসূল(সা) যখন নিজেকে নবী বলে জানালেন,মুশরিকদের জন্য মানা কষ্টকর ছিল,আমি হলে মানতাম কিনা হয়ত অবিশ্বাস করতাম,বা কোন ঘটনা শুনলাম, মনে হলো সত্যি এমন হইছে,তখন মনে হয় আল্লাহ,আল্লাহর রাসূলকে কি অবিশ্বাস করছি!! পরে না অবিশ্বাস করি না,তবুও মনে খচখচানি থেকে যায় কেন এমন মনে হয়।আরো মনে হয় আল্লাহ যে চিনতে পারিনি,বিশ্বাস্টা আরো মজবুত হওয়া উচিত ,,,এসবের কারণে কি ঈমান নষ্ট হয়ে যাবে????