আসসালামু আলাইকুম,
আমি একজনকে পছন্দ করি, এবং তাকে বিয়ে করা কি আমার জন্য কল্যান কর হবে কি না তার জন্য ইস্তিখারা করি, এবং স্বপ্নে তাকে নিজের স্বামী হিসেবে দেখি, একবার না, কয়েকবারই ইস্তিখারার পরে, একই ধরনের স্বপ্ন দেখি, তার সাথে আমার পরিবার এর কুফুও মিলে, ও এবং ওর ফ্যামিলিও যথেষ্ট দ্বীনদার, বাবা মা কে ব্যাপারটা জানাই, কিন্তু তারা একদম মানা করে দেয়, শুধুমাত্র এইজন্য যে তার চাকরি নেই, সে খাওয়াবে কি বিয়ের পর, এসব বলে, এখন তাদের কে এটা জানানোর পরে, তারা জোড় করে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আমারপক্ষে জোড় করে অন্য একজনের সাথে সারাটা জীবন থাকাটা অসম্ভব,
আমার পক্ষে অন্য কাওকে মানা অসম্ভব, আমার ইস্তিখারার পজেটিভ ফিডবেক পাওয়ার পর কি আমি তাকে নির্দিষ্ট ভাবে চাইতে পারি?
মানে এই অবস্থায় আমার এখন কি করা উচিত কিছু ই বুঝতেছি না।
(আমরা সমবয়সী, ১৯+ দুইজনেই)