আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
146 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম,
আমি একজনকে পছন্দ করি, এবং তাকে বিয়ে করা কি আমার জন্য কল্যান কর হবে কি না তার জন্য ইস্তিখারা করি, এবং স্বপ্নে তাকে নিজের স্বামী হিসেবে দেখি, একবার না, কয়েকবারই ইস্তিখারার পরে,  একই ধরনের স্বপ্ন দেখি, তার সাথে আমার পরিবার এর কুফুও মিলে,   ও এবং ওর ফ্যামিলিও যথেষ্ট দ্বীনদার,  বাবা মা কে ব্যাপারটা জানাই,  কিন্তু তারা  একদম মানা করে দেয়, শুধুমাত্র এইজন্য যে তার চাকরি নেই, সে খাওয়াবে কি বিয়ের পর, এসব বলে,   এখন তাদের কে এটা জানানোর পরে, তারা জোড় করে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আমারপক্ষে জোড়  করে অন্য একজনের সাথে সারাটা জীবন থাকাটা অসম্ভব,
আমার পক্ষে অন্য কাওকে মানা অসম্ভব,   আমার ইস্তিখারার পজেটিভ ফিডবেক পাওয়ার পর কি আমি তাকে নির্দিষ্ট ভাবে চাইতে পারি?
মানে এই অবস্থায় আমার এখন কি করা উচিত কিছু ই বুঝতেছি না।

(আমরা সমবয়সী, ১৯+ দুইজনেই)

1 Answer

0 votes
by (573,930 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


https://ifatwa.info/17477/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ
নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে কামনা করে দোয়া করা উচিত নয়। উচিত হচ্ছে, আল্লাহর কাছে উত্তমটা চাওয়া। আল্লাহর পক্ষে আপনার ধারণা থেকেও উত্তম জীবনসঙ্গী দেয়া কোন বিষয়ই না। 

তবে যদি এজাতীয় দোয়া করতে চান তাহলে এভাবে দোয়া করুন যে, ‘হে আল্লাহ! যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করুন।’

কেননা, অনেক সময় এমন হয়, আজ যে জিনিস পাওয়ার জন্য আমরা উদগ্রীব থাকি, দু’ দিন পরই তা পেয়েছি বলে উৎকণ্ঠিত হই। আবার আজ যা থেকে দূরে সরে থাকার ব্যাপারে চেষ্টিত থাকি, কয়েক দিন পর তা পেয়েছি বলে আনন্দিত হই। আল্লাহ তাআলা বলেন,

وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ ۖ وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَّكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُونَ

পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না। (সূরা বাকারা ২১৬)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,   
সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি এইভাবে দোয়া করতে পারেন যে, ‘হে আল্লাহ! যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসেবে কবুল করুন।’

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য পরামর্শ থাকবে মাতা পিতার কথাকে অগ্রাধিকার দিয়ে তাদের মত অনুযায়ী বিবাহ করা।

মাতাপিতার পরামর্শেই বিয়েতে কল্যাণ নিহিত রয়েছে। 
আপনার জন্য করনীয় হলো তারা যেনো মাতাপিতা এবং পারিবারিক ভাবেই বিয়ে করেন। পারিবারিক ভাবে বিয়ে করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা আপনাদেরকে মাতা পিতার কথা উপেক্ষা করে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে বিয়ের পরামর্শ কখনো দিতে পারিনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...