السلام عليكم و رحمة الله و بركاته
শ্রদ্ধেয় আল্লাহর বন্ধু,আমার প্রশ্ন হচ্ছেঃ-
কেউ যদি এমন পরিবেশে কিংবা অঞ্চলে বসবাস করেন যেখানে সবাই শিরকে লিপ্ত এবং সবাই বিষয়টাকে শিরক বলে মনেও করেন না কিংবা জানেনও না। এর মধ্যে নতুন প্রজন্মগণও একি কাজে লিপ্ত হয়ে পড়েন। বিষয়টাকে উনারা ইসলামের একটি কার্যকলাপ মনে করে ভক্তির সাথে করে থাকেন এবং ছোট ছোট বাচ্চা গুলো শিরকের কার্যকলাপ গুলোকে নিজেদের ধর্মের অংশ মনে করে বড় হতে,হতে এক পর্যায়ে তারা বড় শিরকে কিংবা চরম পর্যায়ের শিরকে লিপ্ত হয়ে পড়েন। স্যেকুলারিজমের মতো করে বাড়তে থাকে তাদের মনোভাব।
এখন যদি কেউ এমন অবস্থায় ছোট থেকে কখনো নামাজ,রোজা পালন না করে থাকেন,২৫-৩০ বছর বয়সে গিয়ে সত্যিকার অর্থে ইসলামের শিরকের বিষয় গুলো জানতে পারেন এবং নতুন করে তাওবা করে নামাজ পড়া শুরু করেন,একটা পর্যায়ে গিয়ে আবার নানা প্রতিকূলে পড়ে নামাজ,রোজা পড়া ছেড়ে দেন। আবার আল্লাহর অশেষ রহমতে নামাজ,রোজা পড়া শুরু করতে চান,তবে কী উনার ছোট থেকে না পড়া আগের সকল নামাজ কাযা পড়তে হবে,যদি পড়তেই হয় তবে এর মাঝে তো মতভেদ রয়েছে যার দরুন জানা গেলো কেউ বললেন কাযা করা উচিত কেউ বললেন উমরি কাযা বলে কোন নামাজ আদৌ পবিত্র কোরআন শরীফে এবং হাদীস মতে নেই। অন্য দিকে কিছু আলেম এটাকে বিদ'আত বা কবিরা গুনাহ্ বলেছেন এবং উনারা অধিকাংশ ক্ষেত্রে বিগত না পড়া নামাজ গুলোর ঘাটতি পূরণ করতে গিয়ে নফল নামাজ পড়তে বলেছেন।
কেননা হাদীস মতে,হিসাবের সময় ফরজ নামাজের সংকট দেখা দিলে তখন আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লা বান্দার নফল নামাজ দিয়ে তা পূরণ করবেন। (আল্লহু আলিম)
আমার মূল প্রশ্নের বিষয় হলো এখন উনার কী করা উচিত, যদি নামাজ পড়েন তা বিদ'আত হয়, আবার যদি নামাজ না পড়েন আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট অপরাধী হয়,আবার অন্য দিকে ছোট বেলা থেকে সরাসরি শিরকে লিপ্ত ছিলেন তাই কী তিনি মুসলিম বলে গণ্য হতো তখন? এরপর আবার নামাজ পড়ার পর তিনি শিরকের বিষয়টা জানলেও পরে প্রতিকূলতার দরুন,আবার নামাজ পড়া বন্ধ করে দেন,এখন কী তিনি নতুন করে তাওবা করার পর আবার যা নামাজ পড়েননি শুধু ওগুলো কাযা করবেন নাকি ছোট বেলা থেকে না পড়া নামাজ গুলো সহ উনার কাযা পড়তে হবে?
কিন্তু বিষয়টা হচ্ছে তখন ভীতিকর যখন কিছু আলেম ওটাকে বিদ'আত, নিষিদ্ধ,কবিরা গুনাহ্ বলে সম্মোধন করেছেন।
এখন এই পরিস্থিতিতে উনার কী করা উচিত? শ্রদ্ধেয় আল্লাহর বন্ধু, অনুগ্রহ করে যদি একটু বুঝিয়ে বলতেন খুব উপকৃত হবো أن شاء الله।
আল্লাহ্ আপনার জন্য যথেষ্ট হোক আপনার পথ সহজ করুক।أمين ثم أمين
جزاك الله خيرا