আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লহ
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস "Upwork.com" এ আমি ফ্রিল্যান্সিং করি। এক ক্লায়েন্ট আমাকে একটা কাজের জন্য একদিন ইনভাইটেশন পাঠায়। তখন ম্যাসেজে তার হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে বললে আমি তা করি। আমি ধরেই নিয়েছিলাম যে এই ব্যক্তি ফেইক লোক। তারপরও মজা করে ম্যাসেজ দেই যে ভাই আপনি upwork এ আমাকে ম্যাসেজ দিয়েছিলেন। তখন উনি আমাকে একটা প্রস্তাব দেয় যে উনি কাজ করার স্টাইলে upwork এর মাধ্যমে আমাকে টাকা পাঠাবে,তাকে ৮০% দিতে হবে,আমি ২০% রাখবো। আমি রাজি হইছি এমন কিছু ওনাকে বলিনি।
কয়েকদিন পর নতুন একটা একাউন্ট থেকে ইনভাইট আসে, আমি রাজি হই,তারপর সে অফার পাঠায়,আমি গ্রহণ করি।
কাজের বর্নণা ছিলো একটি recipe সাইট তৈরি করে দিতে হবে। টোটাল যে বাজেট ছিলো সেটাকে উনি ২ ভাগে ভাগ করে দিছে :
1) Planning & Project Outline
2) Completion of the main part
দুটোর জন্য আলাদা প্রাইস/বাজেট।
আমি প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করে , কিভাবে কি করবো, কোন অংশ কিভাবে, কোন টেকনোলজি দিয়া করবো, কি কি লাগবে, সব প্লানিং করে একটা pdf ডকুমেন্ট বানাই এবং সাবমিট দেই। উনি অ্যাপ্রুভ করে প্রথম অংশের(প্লানিং) এর টাকা পে করে দেয়।
৫ দিন টাকাটা upwork এ পেন্ডিং থাকে, ৫ দিন পর উইথড্র দেওয়া যায়।
৫ দিন হওয়ার আগেই আজকে সেই লোক হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দেয় আমি টাকা পাইছি কিনা।
শুধুমাত্র তখনই(৭-৮ দিন পর) বুঝতে পারি যে এই লোক তো সেই আগের লোক যিনি ৮০% ফেরত দেওয়ার কথা বলছিলো।
যে পেমেন্টটুকু করেছে, সেটা অনেক বড় অ্যামাউন্ট, ওই শুধু প্লানিং এর কাজে ওই পেমেন্ট কখনওই খাটে না। আর টাকা শনিবার ২৩ জুলাই আমার একাউন্টে চলে আসবে।
বিষয়টা হলো উনি আসলে প্রতারক , এটা আমার ধারণা! আর উনি কোন বিশ্বাসে আমাকে এত টাকা আগে দিয়ে দিলো!!! যদিও আমি অবশ্যই ওনাকে ফেরত দেবো। এখন এই ২০% আমার জন্য কি জায়েজ হবে? উনি প্রতারক হওয়ার সম্ভাবনা বেশি,এখন ২০% যদি না রেখে পুরো টাকাটাই ওনাকে দিয়ে দেই, তাহলে তো ওনার প্রতারণায় সাহায্য করা হলো।
আমার প্রশ্ন:
আমার জন্য কি ২০% রাখা জায়েজ হবে?
২০% কি সব সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিবো?
নাকি কিছু অংশ দান করে দিবো?
নাকি পুরো টাকাটা ওনাকে দিয়ে দিবো??
[উনি আমাকে ২০% দিতে চায় সেচ্ছায়]
আর ভাগ করা কাজের ২য় অংশ এখনও বাকী আছে,সেটাও বড় এমাউন্ট।
ওটা কি এই প্রসেসে আগাবো নাকি বাদ দিয়ে দিবো? যে আমি এসব করবো না।
[২য় অংশ কম্পলিট না করলে আমার একাউন্টে নেগেটিভ প্রভাব পড়বে]
বিষয়টা আসলে কমপ্লেক্স যে উনি কি প্রতারনা করে অন্য কারো ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড দিয়ে পে করে কিনা।উনি যদি কারো ক্রেডিট কার্ড ডিটেইলস পেয়েও থাকে, তাহলে নিজে টাকা রেখে দিলেই তো হয়। আমাকে কেন টাকা দিবে কাজ ছাড়া, তারপর আবার ৮০% দাবি করবে কেন!!! আর আমাকে কোন বিশ্বাসে টাকাটা আগে দিয়ে দেয়, তারপর ৮০% নিবে এই আশায়!