আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার প্রশ্ন হল,কোনো শুক না নাপাক কাপড়ে ভেজা গা লাগলে এমন ভাবে লেগেছে যে ভেজা বোঝা যাচ্ছেএ বা দেখা যাচ্ছে,হাত লাগালে অতি ক্ষুদ্র পানি কনা দেখা যায় আবার অনেক সময় দেখা যায়না,তবে চিপলে বা নিংড়ালে পানি বের হয়না তাহলে কি ভেজা গা নাপাক হয়ে যাবে?