আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
615 views
in পবিত্রতা (Purity) by (1 point)
আসসালামু আলাইকুম

অযুর সময় দাড়ির গোড়ায় পানি পৌছেছে কিনা কি করে বুঝবো!

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 

পবিত্র কুরআনে সুরা মায়েদাতে আল্লাহ্ তায়ালা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ
অর্থ : “হে মুমিনগণ! যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখ মন্ডল ও দুই হাত কনুই সহ ধৌত করবে, এবং তোমাদের মাথা মাসেহ করবে, আর দুই পা গোড়ালীসহ ধৌত করবে।” [সূরা মায়িদাহঃ আয়াত-৬]

সুতরাং  দাড়িও যেহেতু চেহারার সীমানার ভিতরে পরে,তাই তা ধৌত করাও জরুরি। 

মুখমন্ডলে দাড়ি থাকলে দাড়ির গোড়া ভিজা শর্ত নয় যদি দাড়ি ঘন হয়ে থাকে।

যদি কোনো ব্যাক্তির দাড়ি ঘন না হয়,তাহলে অযু করার সময় চামড়া ভিজানো জরুরি। 
ফাতাওয়ায়ে রিয়াজুল উলুম ২/১১৫

দাড়ির ভেতরে আঙ্গুল দিয়ে খিলাল করে নিবে।

ویغسل شعرالشارب والحاجبین وماکان من شعراللحیۃ علیٰ أصل الذقن ولایجب إیصال الماء إلیٰ منابت الشعرإلاأن یکون الشعرقلیلاًتبدو منہ المنابت ۔ کذافي فتاویٰ قاضیخان(عالمگیري:۱؍۴))

যার সারমর্ম  হলো  দাড়ির গোড়ায় পানি পৌছানো ওয়াজিব নয়,কিন্তু দাড়ি যদি একেবারেই কম হয়,তাহলে সেখানেও পানি পৌছাতে হবে।

ثم لاخلاف أن المسترسل لایجب غسلہ ولامسحہ بل یسن وأن الخفیفۃ التي تریٰ بشرتھایجب غسل ماتحتھاکذافي النھر۔(الدرالمختار: ۱؍۶۹

যার সারমর্ম হলো দাড়ি যদি এমন হয় যে চামড়া দেখা যায়,তাহলে চামড়ার নিচেও ধৌত করা ওয়াজিব। 
,
★★প্রশ্নে উল্লেখিত ছুরতে যদি দাড়ি  হালকা হয়,যার চামড়া বাহির থেকে দেখা যায়,তাহলে সেখানে পানি দিলেই দাড়ির গোড়ায় এমনিতেই পানি পৌছে যাবে।
আর যদি দাড়ি ঘন হয়,তাহলে তো দাড়ির গোড়ায়  পানি পৌছানো জরুরিই নয়,সুতরাং শুধুমাত্র খিলাল করে নেওয়াই যথেষ্ট।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...