বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/398নং ফাতাওয়ায় আমরা বলেছিলাম যে,
ব্যাংকের এমন কোনো সেক্টরের কাজ হয়,যাতে সুদী কাজে জড়িত হতে হয় না।যেমনঃ ড্রাইভার, ঝাড়ুদার, দারোয়ান, জায়েজ কারবারে বিনিয়োগ ইত্যাদি সেক্টর হয়,তাহলে যেহেতু এসবে সরাসরি সুদের সহায়তা নেই তাই এমন সেক্টরে কাজ করার সুযোগ অবশ্যই রয়েছে।
সম্মাণিত পাঠক!
যেহেতু মুবাইল ব্যাংকিং কম্পানির মূল কাজ হল, এক স্থান থেকে অন্যত্র টাকা পৌছানো, সূদী লেনদেন তাতে যেহেতু নিতান্তই কম, তাই মুবাইল ব্যাংকি কম্পানির সুদমুক্ত কোনো পোস্ট হারাম হবে বলে মনে হচ্ছে না
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মুবাইল ব্যাংকিং কম্পানিগুলো যেহেতু টাকা আদান প্রদানের কাজ করে থাকে, এবং এটাই তাদেরর মূখ্য উদ্দেশ্য।হয়তো তাতে সুদের কিছু সংশ্লিষ্টতা রয়েছে।তবে তা নিতান্তই কম।সুতরাং বিকাশের ঐ সব ডিপার্টমেন্ট যেখানে সুদের সরাসরি সংশ্লিষ্টতা নেই, বিকাশের সেই সব ডিপার্টমেন্টে কাজ করা যাবে।অনুমোদন রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/36025