আমি একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট।সুতারং ফ্রি মিক্সিং এর মধ্যেই পড়ালেখা করতে হয়।আমি আল্লাহর রহমতে নামাজ পড়ি হালাল হারাম মেনে চলি,দৃষ্টি সংযত রাখি।কিন্তু এ পরিস্থিতিতে দৃষ্টির হেফাজত করা খুব কঠিন।এখন আমার ক্লাসের একটা মেয়েকে বিভিন্ন কারনে ভাল লাগে,,আমি জানি এসব হারাম,,,বা রিলেশনও হারাম।আমি সর্বোচ্চ চেষ্ট করি তার কথা যেন মাথায় না আসে,,,কিন্তু সবসময় তার কথা আমার মাথায় ঘুরে,,ক্লাসমেট হবার কারনে প্রতিদিনই দেখা হয়,, তখন নিজেকে কন্ট্রোল কার কঠিন হয়ে যায়,,মনে হয় এইবার প্রেমের প্রস্তাব দিয়ে দেই।।আমি জানি এটা আল্লাহর অবাধ্যতা, হারাম।কিন্ত আমি মাথা থেকে কিছুতেই মুছতে পারছি না।আমিও চাই এটা আর সামনে না বাড়ুক।হারামে পতিত হতে আমি চাই না।মেয়ের কথা মনে হলে আমি কুরআন তিলাওয়াত করি তখন সাময়িকভাবে মন থেকে চলে যায় কিন্ত পরে আবার তার কথা মনে পড়ে।আমি আমার বন্ধুদের হারাম রিলেশন সম্পর্কে সচেতন কি কিন্ত আমি এখন উপরোক্ত কারনে মানসিক যন্ত্রনায় আছি।আমি এর থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি জানাবেন।এ সম্পর্কে বই, হাদিস অনেক কিছুই আমার পড়া আছে এবং পড়ি।