ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কোন মহিলা যদি পর্দার সব শর্ত মেনে পরিপূর্ণ পর্দা করে জরুরতের কারনে বাহিরে বের হয়, আর কোন পুরুষ যদি এর পরও ঐ মহিলার দিকে তাকায়, তাহলে ঐ মহিলার কোনো গুনাহ হবে না।
(২)
স্বাভাবিক কন্ঠ থেকে ইচ্ছাকৃত কর্কশ কন্ঠের একটা চাপ অনুভূত হবে।তবে এমন কর্কশ হবে না, যাদ্বারা একজন মুসলমান অযথা কষ্ট পাবে।হ্যা, কর্কশ কন্ঠের চাপ এজন্য হবে, যাতেকরে পুরুষের মনে কোনো প্রকার ফিতনার উদ্রেক না ঘটে।
(৩)
যৎ সামান্য উচ্ছারণে পড়বেন। যাতেকরে শুধুমাত্র রুমের ভিতর আওয়াজ থাকে। নিজ কান দ্বারা শ্রবণ করা যায় একটুকু আওয়াজে পড়বেন। এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1058
(৪)
অনিচ্ছাকৃতভাবে যথাযথ পর্দা ছাড়া কোন নন মাহরামের সামনে পড়লে গুনাহ হবে না।
(৫)
১৩ বৎসর বয়স থেকেই ছেলে সাবালক হয়ে যায়, সুতরাং পড়াতে পারবেন না।
(৬)
না, পারবে এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/757