আমার এক বান্ধবী একটি ছেলেকে পছন্দ করতো। সে যেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, ঐ ছেলেটিও একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। ছেলেটি মধ্যবিত্ত পরিবারের ছেলে। ছেলেটি একটি প্রায়ভেট কোম্পানিতে চাকরি করে এবং তার বাবা প্রায়ভেট কোম্পানিতে চাকরি করে। দুই জনেই বি এস সি কমপ্লিট করেছে। আমার বান্ধবী ও এক জায়গায় চাকরি করছে। এখন মেয়ের বাড়ি থেকে কেউ রাজি হতে চাচ্ছেনা। বলছে যে ছেলের বাবার আর্থিক অবস্থা ভালো না, আর ছেলে নাকি মেয়ের যোগ্য না। এমতাবস্থায় মেয়ে যদি তার কোনো অভিভাবকের অনউপস্তিতে বিয়ে করে, তাহলে কি বিয়েটা জায়েজ হবে ?