একটি ফেসবুক গ্রুপ আছে শুধুমাত্র নারীদের জন্য, যেখানে সাংসারিক বিষয় শেখানো হয়। সেই গ্রুপের প্রোফাইল পিকচার এ গ্রুপের এডমিন এর ছবি দেওয়া যিনি একজন নারী। সেটা কোনো দ্বীনি গ্রুপ নয়। কিন্তু জীবনের প্রয়োজনীয় অনেক কিছু শেখা যায় আলহামদুলিল্লাহ। আর সেখানে অনেক সময় কেউ কেউ নিজেদের দাম্পত্য ব্যাক্তিগত বিষয় শেয়ার করে কমেন্ট এ। কিন্তু আমি সেগুলো না দেখে এড়িয়ে যাই আলহামদুলিল্লাহ। এই ধরনের গ্রুপে এড থাকা কি আমার জন্য জায়েজ হবে?