আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।,,,,,,
আমাদের আত্বীয়স্বজন রা কুরবানীর মাংস দিসে কার ইনকামে কতটুকু হারাম জানি না না।মানে আড়ালে হারামের সংমিশ্রণ আছে কিনা জানি না।তাদের ইনকাম হালাল বলেই জানি।কিন্তু এক আত্বীয় এর কথা আমি শুন্সি সে মাঝে মাঝে উলাটা পালটা কথা বলে আল্লাহকে নিয়ে।ইবাদত করলে বলে তুমি কি আল্লাহ হয়ে গেসো নাউযুবিল্লাহ। নামাজের কথা বললে বলে কিয়ের নামাজ কিসের আল্লাহ হ্যা।আমি সরাসরি শুনিনা। তার ওয়াইফ ই বলেছে কিন্তু সে মাঝে মাঝে নামাজ পরে।যেমন শুক্রবার এ যায়।সবসময় যায় কিনা জানি না শুক্রবার এও।তাদের দেয়া মাংস কি খাওয়া যাবে?
আবার পঞ্চায়েত থেকে মানে মসজিদ থেকেও মাংস দিসে অইখানে ত অনেকেই মাংস দেয় সেইটা বিলি করে দেয়া হয় সেই মাংস খাওয়া যাবে? সেখানে কারও ইনকামের কথা জানা নাই।
আর আমাদের বাসায় সব মাংস একসাথে ফ্রিজ এ রাখসে। এইসব মাংং কি খাওয়া উচিত হবে?