সুদ মিশ্রিত টাকা দিয়ে কোন বই ক্রয় করা হলে তা অধ্যয়ন করে পরীক্ষা দেওয়া, এটা কি জায়েয? ১৫ দিন পর পরীক্ষা আমার
বইটি কেনা জরুরী, হালাল টাকা দিয়ে কিনে ফেললে পরবর্তীতে নিজের খরচের জন্যে খুব অল্প টাকা রয়ে যাবে তাই জানতে চাচ্ছিলাম।
বি.দ্রঃ ৪০০ টাকা এমন আছে আমার কাছে যা ধারণা করছি সুদ মিশ্রিত টাকার অংশ, বইয়ের দাম ৩০০, এ হিসাবে খরচ করার কথা বলছিলাম