আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লা।
১।একটা মেয়ে বিয়ে করেছে।কিন্তুু চুরি করে বিয়ে করেছে তাই কাওকে বলে না সে।তহ একদিন মেয়েটার এক বোনের জামাই দুস্টামি করে বলতেছে আপার জামাই মানে মেয়েটার জামাই সুন্দর।মেয়েটা কাওকে বলে নি বিয়ের কথা তাই সে বলে এখন কি জামাই,।মেয়েটা মানে বিয়ের কথা লোকানোর জন্য এমন বলেছে।এরপর পর ওর মনে ওয়াসওয়াসা আসে কোন এ কথা দ্বারা কি তালাক হবে কিনা।কারন তাকে স্বামী পাওয়ার দিছে।এরপর ওই বোনটা বলেছে মানবে না কোনদিন।তহ মেয়েটা বলে না মানলে কি আর করব,এতটুকু বলার পর চুপ হয়প যায়।এটা বলার সাথে সাথে ওর মনে আবার সন্দেহে আসে কোন তালাক হবে কিনা।সে চাই না তালাক হোক।সে সবসয়ম এই বিষয় নিয়ে ভয়ে থাকে।সবসয়ম ওয়াসওয়াসা আসে এই বিষয় নিয়ে।এর দ্বারা কি কোন সমস্যা হবে? সে ভয়ে আছে সে চায় না স্বামীকে হারাতে।এমন কি মাঝে মাঝে স্বামীর সাথে ঝগরা হলে তালাকের ওয়াসওয়াসা আসলে সহ সে না না করে।
২।ওপরে প্রশ্নটা করায় আমার বৈববাহিক জীবনে কি কোন সমস্যা হবে? কারন এটা লেখার সময় অনেক ওয়াসওয়াসা আসতে ছিল।আমার স্বামীও অধিকার দিছে। আমি চাই স্বামীর সাথে ভালবাবে থাকতে।