আসসালামু আলাইকুম উস্তাদ।
১.
https://youtu.be/b3K8YyLPC0Y এটিকে বলা চলে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গজল। আমার প্রশ্ন হলো এর কথাগুলোর অর্থ শিরকি কিনা?
২. অনেক ব্যক্তিকে সালাম দিলে সালামের জবাবে 'ওয়া রহমাতুল্লাহ' বলার পর মাগফিরাতুহু, জান্নাতুহু এরকম কয়েকটি বাক্য সংযুক্ত করে। এগুলো কি সুন্নাহসম্মত? এগুলোর হুকুম কি?
৩. দুআর আগে পরে দরূদ পড়ার জরুরত কতটুকু? সবর্দা পড়ার চেষ্টা করলেও অনেক সময় দুআর আগে দরূদ পড়তে ভুলে গেলে মনে হয় দুআ কবুলের সম্ভাবনা একেবারেই কমে গেলো কিনা!
৪. সা'দ ইবনু আবী ওয়াক্কাস (রা.) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যে ব্যক্তি মুআযযিনকে শুনে এ বাক্যগুলো বলবে তার সকল পাপ ক্ষমা করা হবে।"
[ওয়া আনা] আশহাদু আল-লা-ইলাহা ইল্লাল্লা-হু, ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আন্না মুহাম্মাদান 'আবদুহু ও রাসূলুহু। রাদ্বীতু বিল্লা-হি রাব্বান, ওয়া বি মুহাম্মাদীন রাসূলান, ওয়াবিল ইসলামি দীনান।
মুসলিম (৪- কিতাবুস সালাত, ৭-বাব ইসতিহবাবিল কাওলি মিসল..) ১/২৯০, নং ৩৮৬ (ভা ১/১৬৭)
ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর র. এর লেখা 'রাহে বেলায়াত' বইয়ের ৩৮৩ পৃষ্ঠায় উল্লেখিত ৪১ নং যিকর এটি। আমার প্রশ্ন হলো এই আমলটি আযানের জবাবের কোন সময় করবো? দরূদ ও আযানের দুআর পরে নাকি আযানের মাঝেই হাইয়্যা আলাস সালাহ এর আগে?
৫. জামআতের কাতারের ডান পাশে দাড়ানোর আলাদা কোনো ফযীলত বা গুরুত্ব আছে কি?
৬. যেহেতু সুন্নত নফল সালাত ঘরে পড়া উত্তম, তাই ফজরের সুন্নত ঘরে পড়ে মসজিদে গেলে তাহিয়্যাতুল মাসজিদ সালাত পড়া যাবে? একইভাবে আসরের সময়ও কি করা যাবে?
৭. সালাতের নিয়ত বাধার পর উভয় পা স্থান থেকে সরিয়ে হালকা ডানে বা বামে যাওয়া যাবে?
৮. মুক্বিম ব্যক্তি যদি প্রথম রাকআতটায় বৈঠক পায়, তবে সালামের পর একাকী পড়া দ্বিতীয় রাকআতে কি বসতে হবে? যেমন মাগরীবের তৃতীয় রাকআত ধরতে পারলো, তখন নিজে নিজে পড়া দ্বিতীয় রাকআতেও কি বসবে অর্থাৎ এক সালাতে তিনবার বৈঠক হবে?
৯.ইস্তেখারার নামাজের পর দুআয় একাধিক বিষয়ের ফয়সালা কামনা করা যাবে?
১০. যোহর ও আসরের সালাতে ইমাম যদি ভুলে জোরে তেলাওয়াত শুরু করে তাহলে যখনই মনে আসবে তখনই চুপ হয়ে যাবে? সালাত শেষে সাহু সেজদা দিতে হবে?
মাগরীব, ইশা এবং ফজর সালাতে ইমাম যদি ভুলে তেলাওয়াত শুরু করে তাহলে যেখান থেকে মনে আসবে সেখান থেকে জেরে তেলাওয়াত শুরু করবে নাকি প্রথম থেকে তেলাওয়াত শুরু করবে? যদি জোরে পড়া ছাড়াই এক বা দুই রাকাত পড়ে ফেলে সাহু সেজদা দিতে হবে?
উপরোক্ত দুই ক্ষেত্রে মুক্তাদির কি করণীয়?