আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু উস্তাদ।
আমার হাতের নতুন ফোনটা আমি আমার বান্ধবীর কাছে বিক্রি করছি কিছু টাকার জন্য।বিক্রি করার কারণ হচ্ছে - আমার আব্বু-আম্মুকে বলেছিলাম আমাকে মাদ্রাসায় ভর্তি করায় দাও তো তারা আমাকে কলেজে ভর্তি করায় এরপর আমি ক্লাস+পরীক্ষা কোনোটাতেই এটেন্ড করি নাহ, কিন্তু উপবৃত্তি পাই প্রায় ৬হাজার টাকার মতো, যা আমি আম্মুকে দিয়ে বলছিলাম এবার তো কলেজের ভর্তির টাকা উসুল হয়ে গেছে এখন আমাকে তুমি মাদ্রাসায় ভর্তি করায় দেও, উনি টাকা নিয়ে খরচ করে ফেলছে কিন্তু ভর্তিও করবেনা জানায় দিছে। আমি বলছি আমার টাকায়ই আমি ভর্তি হয়ে দেখাবো, দরকার নাই তোমাদের টাকার।
এরপর দর-দাম করে ১০হাজারে আমি আমার ফোনটা বিক্রি করার সিদ্ধান্ত নেই আর এখন শুধু পার্সেল হিসেবে আমেনাকে পাঠানো বাকি। তো সবাইই আমাকে ফোনটা বেচঁতে নিষেধ করছে এইজন্য আমি ইস্তেখারা করি আর এরপর ঘুমায় যাই,
আমি স্বপ্নে দেখি,
একটা মেয়ে খুব অল্প কাপড় গায় নাচতেছে একাএকা আর আমিও তা দেখতেছি তাকায় তাকায় ওইখানে দাঁড়ায়, চতুর্দিকে নীল আলো ছাড়া আর কিচ্ছুই দেখা যায় নাহ। হঠাৎ আমার মনে পড়ে এগুলা তথা নাচ-গান তো হারাম আর এরপর আমি সেখান থেকে চলে যাই।।
এই স্বপ্ন কিসের ইংগিত দেয়?