বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
এমন প্রশ্ন আসতেই পারে, তাছাড়া ঐ সকল এপ সম্পর্কে যাচাই বাচাই করার তেমন সুযোগও হয়নি। সুতরাং এ সম্পর্কে উৎসাহ বা নিরুৎসাহ কোনোটাই আপাতত আমরা করছি না। আমরা আপনাকে ইলম অর্জনের পূর্ববর্তী পদ্ধতিকে অনুসরণের পরামর্শ দেবো।এবং এটাই সবচেয়ে বেশী নিরাপদ। আপনি কোনো শিক্ষকের কাছ থেকে কুরআনের তরজমা বা তাফসীর শিখবেন।
এক্ষেত্রে আমরা দুয়েকটি কিতাবের নাম বলে দিতে পারি, যা শতাব্দীকাল থেকে লোকজনের নিকট বিশ্বস্ত।
তাফসীরে মা'আরিফুল কুরআন,তাওযিহুল কুরআন,তাফসীরে উসমানি ইত্যাদি।
(২)
হাদীসের তরজমা দেখা জন্য Hadithbd.com বা ihadith.com দেখতে পারেন। মনে রাখবেন, এগুলো সালাফি মানহাযের আলোকে তরজমা লিখা হয়েছে।সুতরাং এখানে শুধুমাত্র হাদীসের তরজমা দেখতে পারেন। আপনি যদি হানাফি ফিকহের অনুসারি হয়ে থাকেন, তাহলে আপনি কখনো হাদীসের ব্যখ্যা সেখান থেকে গ্রহণ করবেন।হানাফি ফিকহের আলোকে হাদীসের তরজমা ও ব্যখ্যা দেখতে আপনি বাংলা মিশকাত ক্রয় করে নিবেন। যা ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত।
(৩)
আপনি হানাফি ফিকহের অনুসারি হয়ে থাকলে, এই ওয়েবসাইট আপনার জন্য নির্ভর্যোগ্য নয়।