আস্সালামু আলাইকুম!আমি আইওএম এর 227 ব্যাচের একজন স্টুডেন্ট,সাথে এখন দশম শ্রেণীতে পড়ছি
দের বছরের বেশি সময় ধরে ব্রেস্ট টিউমার এর তীব্র ব্যথা সহ্য করার পর কিছুদিন আগে আমার অপারেশন হয়েছে।অপারেশন এর সময় আমাকে যখন এনেস্থেসিয়া দেওয়া হয় এর পর আমি ঠিক অন্য জগতে চলে যাই,সবকিছু স্পেইসের মত। খুব দ্রুত যাচ্ছিলো,হঠাৎ কিছুদূর যাওয়ার পর সব থমকে দাড়ালো ভীষণ সুন্দর একটা জায়গায় চলে গেলাম যেখানে আমার কাছে মনে হচ্ছিল আমি ঠিক জান্নাতে আছি এত সুন্দর জায়গা যেটা আমি কখনো কল্পনা করতে পারিনা এ দুনিয়ায়, এত নুর ছিল চারিদিকে সেখানে আমার একজন উস্তাযাকে দেখলাম।এরপর কিছুদূর যাওয়ার পর আমি একটা পর্দা সরিয়ে আমি একটি বিশাল গাছের নিচে একজন ভীষণ রকমের মায়াবী চেহারার কাউকে বসে থাকতে দেখি,তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন,আর্ আমাকে কি যেন সান্তনা দিচ্ছিলেন,উনাকে আমি এত ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম সুবহানাল্লাহ,এত মায়া এত ভালোবাসা মাখা চিল সে মুখ__উনাকে আমি কেবল ইয়া রাসূলুল্লাহ বলেই ডাকছিলাম,এর পর দেখলাম আমরা একটা খুব সুন্দর ব্রিজ এ হাঁটছি যেটার কোথায় শেষ হয়েছে দেখা যাচ্ছিল নাহ,আর সেখানে রসুলুল্লাহর সাথে আছেন আয়িশা (র:)।উনাকেও স্পষ্ট দেখেছি , রসূলুল্লাহ উনাকে আয়িশা বলে ডাকছিলেন।ভীষণ মধুময় সুরে।সেখানে আমরা অনেক কথা বলেছি,কিন্তু সেগুলো ঠিক মনে নেই,এর পর যখন আমার আস্তে আসতে জ্ঞান ফেরার পথে রসূলুল্লাহ আমাকে সান্তনা দিয়ে কোথায় যেন যাচ্ছেন আর্ আমি ডাকছিলাম ইয়া রসূলুল্লাহ আমায় ফেলে যাবেন নাহ,আমি ওই ফিতনাময় দুনিয়ায় যেতে চাই নাহ,ইয়া রসূলুল্লাহ ।তারপর উনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন আর্ সান্তনা দিচ্ছেন সেই দূর থেকে।আমার জ্ঞান ফেরার পর ও আমি সেভাবেই ডাকছিলাম কোনমতে থামছিল নাহ।গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো তবুও থামাতে পারছিলাম নাহ, ইয়া রসূলুল্লাহ বলেই ডেকে যাচ্ছিলাম,
এভাবে একটু জ্ঞান ফিরে আবার অজ্ঞান হয়ে যাই আর্ অজ্ঞান হওয়ার পর আবার উনার চলে যাওয়া দেখছি আর্ ডাকছি,চোখের পানি পড়তে পড়তে চোখ বন্ধ হয়ে গেছে আমি আর খুলতে পারছিলাম না। আস্তে আস্তে স্বাভাবিক হলাম।বলা বাহুল্য আমরা রসূলুল্লাহ (স:)এর গড়ন যেরকম শুনে থাকি আমার দেখাটাও তেমন মিলে যায় তিনি খুব বেশি মোটা না আবার খুব চিকন ও নাহ,তার পরনে যেই জমা টা ছিল সে রং টা কখনো কাউকে বলে হয়তো আমি প্রকাশ করতে পারবো নাহ, আয়িশা (র:) ও ছিলেন খুব হ্যাংলা পাতলা গড়নের।______জানি নাহ থিকমত বোঝাতে পেরেছি কিনা,কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন!
আমার প্রশ্ন হচ্ছে,আমার মত এত গুনাহগার বান্দি যা দেখেছে তা কি সঠিক,আমার যে অবস্থান দ্বীনের দিক থেকে টা তো অতি নগন্য একটি কীটের ন্যায়,আমি কি সত্যিই রসূলুল্লাহ কে দেখেছি? আল্লাহর কাছে খুব দুআ করতাম আল্লাহ যেন আমায় দুনিয়ায় রসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করান,কিন্তু এটা নিয়ে আমি খুব চিন্তিত,আমার ভীষণ জানার ইচ্ছে আমি সত্যিই কি তাকে দেখেছি?সেখানে আমি আর রসুলুল্লাহ আকাশের দিকে তাকিয়ে খুব কথা বলছিলাম,আল্লাহ কে বারবার বলছিলাম আল্লাহ আমাকে আর্ দুনিয়ায় পাঠিও নাহ,ওই গাফেল দুনিয়ায় আমায় আর্ যেতে দিয়ো নাহ,আমি আপনার সাথে আর্ রসুলুল্লাহ র সাথেই এখানে থেকে যেতে চাই!
জ্বি এটুকুই, হয়তো অনেক বলে ফেলেছি কিন্তু যতটুকু সংক্ষিপ্ত করা যায় করার চেষ্টা করেছি ,এর চেয়ে কম করে আর্ বলতে পারছি না,এটার জন্য আমি দুঃখিত।
জাযাকুমূল্লাহ খয়র।