আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ উস্তাদ৷ আমার আম্মু আমার হয়ে আপনার থেকে এটা সম্পর্কে জানতে চায়। আমার আম্মুর প্রশ্নঃ
আমার বয়স ২১ বছর,আমি অবিবাহিত, আমি অনলাইন মাদরাসায় পড়ি এবং জেনারেল লাইনে ইসলামিক স্টাডিজ সাবজেক্টে অনার্সে পড়তেছি।
আমাদের নিজের বাড়িতে আত্মীয়-স্বজন আসলে আমি কি ধরনের
পর্দা করব? আমার কি হাত মুজা, পা মুজা,নিকাব কি করতে হবে নাকি হাত, পা, মুখ খোলা রেখে আমি আত্মীর সামনে যেতে পারবো? আমি মেহমান আসলে ১০ বছরের ছেলেও যদি আসে তার সামনেও আমি নিকাব পরে থাকি,হাত মোজা, পা মোজা পরে থাকি।
এখন আমার মা এ ব্যপারে অনেক অসন্তুষ্ট। আর যে আত্মীয় স্বজন এসে দেখে আমি হাত মোজা, পা মোজা নিকাব পরে থাকি, ওরা একবার বেড়াতে আসলে তারা বলে,"আর কোনোদিনও আসবে না।" এজন্য আমার মায়ের মনে অনেক কষ্ট। আমার বাবা নেই, আমার মা-ই সংসার চালান, এখন আমি এ ব্যাপারে হাত মোজা, পা মোজা নিকাব খুলা রেখে কি থাকতে পারব নাকি এগুলো পরেই থাকবো?অনেক সময় আছে একটা মেহমান তিনদিন থাকে। এখন আমি তিনদিনই এরকম পর্দার ভিতর থাকি বাসার ভিতর, এখন আমার কি করনীয় আপনার কাছে জানতে চাই। মেহেরবানী করে জানাবেন।