বিসমিহি তা'আলা
সমাধানঃ-
এ'শার নামাযের সাথে সাথে ঘুমিয়ে পড়বেন।
ফজরের পর থেকে নিয়ে দিনে কখনো ঘুমাবেন না।বরং সারা দিন কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকবেন।সম্ভব হলে বেশীবেশী পরিশ্রম মূলক কাজ করবেন।ঘুম আসুক বা না আসুক লাইট অফ করে শুয়ে পড়বেন।যদি অন্ধকারে বসে থাকতে বিরক্ত লাগে,তাহলে শুয়ে শুয়ে কোনো একটি কিতাব পড়তে লেগে যাবেন,নিশ্চয় ঘুম আসবে।
মনে রাখবেন,দিনে কখনো ঘুমাবেন না।
বাসার সবাইকে সাধ্যমত দ্বীন বুঝানোর চেষ্টা করতে থাকুন।জাযাকুমুল্লাহ।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.
পরিচালক
ইসলামিক রিচার্স কাউন্সিল বাংলাদেশ