আসসালামু আলাইকুম।
(১) ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার সময় (যোহর,আসরের ৪ রাকাত মাগরিবের শেষ ১ রাকাত, এশার শেষ ২ রাকাত) যখন আমি সুরা পড়ি তখন আমি যদি আস্তে আস্তে শুধু ঠোট নাড়িয়ে পড়ি তাহলে আমার মনে হয় যে কোন কিছু টান/কোন শব্দ ভুল হলো কিনা। এজন্য আমি হাল্কা শব্দ করে করে কিরাত করি। যেটা হয়তো আমার দুপাশে যেই দুইজন নামাজ অবস্থায় থাকে,তারা হয়তো হাল্কা শুনতে পারে। এতে কি আমার নামাজ ভুল হবে?
(কারন একদম কোনো শব্দ ছাড়া সুরা পড়ার সময় আমার খালি মনে হয় সুরা ভুল পড়লাম নাকি। অনেক ক্ষেত্রে কোথাও টান দিতেও সমস্যা হয়,তাই হাল্কা শব্দ করে পড়তে হয়। মসজিদে কম মানুষ থাকলে অথবা মসজিদ অনেক নিরব থাকলে হয়তো তুলনামূলক একটু জোড়ে শুনা যায়)।
(২) যোহর,আসর নামাজ একাকী বাসায় পড়ার সময় কি জোড়ে কিরাত করে পড়া যাবে?
(৩) রুকু বা সিজদায় সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা ৩ বারের কমবার পড়লে কি সাহু সেজদা দিতে হবে?
(৪) নামাজে ১ম সিজদা দেওয়ার পর সিজদা থেকে উঠে বসে, পরে ২য় সিজদা দিতে হয়। ১ম সিজদা দেওয়ার পর সর্বনিম্ন কতটুকু সময় বসে ২য় সিজদা দিতে হয়।
অর্থাৎ ১ম ও ২য় সিজদার মাঝে কতটুকু সময়ের বিরতি থাকতো হয়?
(৪.১) যদি ১ম সিজদা দিয়ে কোনমতে বসে সাথে সাথেই ২য় সিজদা দিয়ে ফেলি। ১ সেকেন্ডও সময়ও যদি না বসি। তাহলে কি নামাজ হবে না? ( তারাহুরা করে নামাজ পড়া ঠিক না জানি, কিন্তু তাও কোন কারনে অনেক সময় তাড়াতাড়ি করে ১ম ও ২য় সিজদার মাঝে বসার ক্ষেত্রে ১ সেকেন্ড/ বা এর কম সময় থাকলে কি নামাযে সমস্যা হবে?)
(৫) নামাজ পড়ার শেষে সালাম ফিরাবার সময় ডান দিকে সালাম ফিয়ে যখন বাম দিকে সালাম ফিরাই তখন "আসসালামু আলাইকুম" বলার পর হঠাৎ থেমে যাই তারপর সাথে সাথেই "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ" বলি। অর্থাৎ বামে সালাম ফিরানোর সময় "আসসালামু আলাইকুম" বলে থেমে গিয়ে আবার সাথে সাথে "আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ" বলি। থেমে যাওয়ার কারনে নামাজে সমস্যা হবে?