আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
208 views
in কুরবানী (Slaughtering) by (101 points)
edited by
আসসালামুআলাইকুম,

১) ভাগে শরীক ব্যক্তিদের মাঝে নাকি যথাযথভাবে গোস্ত বিতরণ না করলে কারো কুরবানি হয়না বলে দেখছিলাম।কিন্তু এক্ষেত্রে কি চাপের গোস্ত,ভুড়ি,মগজ,কলিজা,ফুসফুস এগুলোও কি যথাযথভাবে ভাগ করতে হবে?আর মেশিন দিয়ে মেপে মেপে গোস্ত দেয়ার পরও যদি অজান্তে এক্টু কমবেশি হয় তাহলে কুরবানি কি সহিহ হবে?

২)আর ভাগে কুরবানি দেয়ার ক্ষেত্রে কি আগে কিছু টাকা দিয়ে রাখা আবশ্যক?যেমনঃ দুইজন বা তিনজন একসাথে ভাগে দেয়ার নিয়ত করছে এবং এমতাবস্থায় একজন বলল যে সে কুরবানির পর টাকা দিবে।তাহলে তার কুরবানি আদায় হবে কি,যদি সে পরে টাকা দেয়?

৩)গরুর নাড়ি খাওয়া কি নাজায়েজ? নাকি ভুড়ি খাওয়া নাজায়েজ?আর নাড়ি কি চিকন পাইপের মতো অংশগুলো?আর ভুড়ি কি ফুটবলের মতো বড় অংশটা ?

৪)জবেহ করার পর যদি গরুর জান চলে যাওয়ার আগেই কসাই খোচা দেয় এবং খোচা দেয়ার পূর্বে যদি বিসমিল্লাহ না বলে তাহলে কুরবানি সহিহ হবে কি?

৫)গোস্ত খাওয়ার নিয়তে কুরবানি দিলে তো কুরবানি সহিহ হয়না বলে দেখছি কিন্তু যারা কুরবানি দেয় তাদের তো এরকম একটা চিন্তা থাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করার পর গোস্ত খাব।তাহলে এরকম নিয়তে কি কোনো সমস্যা হবে?

৬) আর কোনো ব্যক্তি কি অপর কোনো ব্যক্তির পক্ষ থেকে তার অনুমতি ব্যতীত তার কুরবানি আদায় করতে পারবে?অর্থাৎ টাকা নিল না কিন্তু তার ওয়াজিব কুরবানি আদায় করে দিল তার অনুমতি ব্যতীত।এটা কি সহীহ হবে? যদি সহীহ হয় তাহলে একভাগের গোস্ত কি ঐ ব্যক্তিকে দিতে হবে?

৭)আর স্বামী-স্ত্রী এক পশুতে যদি ভাগে কুরবানি দেয় এবং তারা যদি পরস্পর এই বিষয়ে মৌন সম্মত থাকে যে তারা নিজেদের গোস্তের ভাগ আলাদা করবে না বরং একসাথে রাখবে।অতঃপর সেখান থেকে খাবে বা দান করবে তাহলে এতে কুরবানিতে কোনো সমস্যা হয় কি?

৮)আর কুরবানির পশু কেনার পর যদি এমন কেউ ভাগে আসতে চায় যার পশু কেনার আগে ভাগে আসার কথা ছিলনা,তাহলে তাকে ভাগে নেয়া যাবে কি?

৯)স্বামী কি স্ত্রীর অনুমতি ব্যতীত স্ত্রীর ওয়াজিব কুরবানি আদায় করে দিতে পারবে?

জাযাকাল্লাহ।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


(০১)
শরীয়তের বিধান হলোঃ
শরীকে কুরবানী করলে ওজন করে গোশত বণ্টন করতে হবে। অনুমান করে ভাগ করা জায়েয নয়।
(ফাতাওয়ায়ে শামী ৬/৩১৭, কাযীখান ৩/৩৫১)

ভাগে শরীক ব্যক্তিদের মাঝে যথাযথভাবে গোস্ত বিতরণ না করলে কারো কুরবানি হয়না,মর্মে কথাটি সহীহ নয়।
কুরবানী হয়ে যায় ঠিকই,তবে কাজটি নাজায়েজ।

এক্ষেত্রে চাপের গোস্ত,ভুড়ি,মগজ,কলিজা,ফুসফুস এগুলোও সাধ্যমতো যথাযথভাবে মেপে ভাগ করতে হবে।

যদি কষ্টকর হয়,তাহলের সকলের সন্তুষ্টি চিত্তে সিকল শরীকদের থেকে অনুমতি নিয়ে সহজ যেকোনো পদ্ধতি অবলম্বন করা যাবে,ইনশাআল্লাহ। 
মেশিন দিয়ে মেপে মেপে গোস্ত দেয়ার পরও যদি অজান্তে এক্টু কমবেশি হয় তাহলেও কুরবানি সহিহ হবে।

(০২)
এক্ষেত্রে তাকে ঐ ব্যাক্তিদের থেকে বা অন্য কাহারো থেকে টাকা করজ নিয়ে সেখানে দিতে হবে।
পরবর্তীতে সেই টাকা সে শোধ করবে।

(০৩)
এ সবই খাওয়া জায়েজ।

(০৪)
কুরবানী হয়ে যাবে।

(০৫)
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
لن ينال الله لحومها ولا دمائها ولكن يناله التقوى منكم
 (তরজমা) (মনে রেখো, কুরবানীর জন্তুর) গোশত অথবা রক্ত আল্লাহর কাছে কখনোই  পৌঁছে না; বরং তাঁর কাছে কেবলমাত্র তোমাদের পরহেযগারিই পৌঁছে। (সূরা হজ্ব : ৩৭)
 
হাদীস শরীফে এসেছেঃ 

عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال : ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم، إنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض، فطيبوا بها نفسا.

উম্মুল মুমিনীন আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানীর দিনের আমলসমূহের মধ্য থেকে পশু কুরবানী করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কুরবানীকে তার শিং, পশম ও ক্ষুরসহ উপস্থিত করা হবে। আর কুরবানীর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়। সুতরাং তোমরা সন্তুষ্টচিত্তে কুরবানী কর। (জামে তিরমিযী, হাদীস : ১৪৯৩)

★প্রশ্নে উল্লেখিত এরকম নিয়তে কুরবানী দিলে কুরবানী আদায় হয়ে যাবে।

(৬.৯)
অন্যের ওয়াজিব কুরবানী দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে। নতুবা ওই ব্যক্তির কুরবানী আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কুরবানী করে তাহলে তাদের কুরবানী আদায় হয়ে যাবে। তবে অনুমতি নিয়ে আদায় করা ভালো।

(০৭)
এতে কুরবানী হয়ে যাবে।

(০৮)
শরীয়তের বিধান হলোঃ
যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানী দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে তার জন্য এ পশুতে অন্যকে শরীক করা জায়েয। তবে এতে কাউকে শরীক না করে একা কুরবানী করাই শ্রেয়। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরীব হয়, যার উপর কুরবানী করা ওয়াজিব নয়, তাহলে যেহেতু কুরবানীর নিয়তে পশুটি ক্রয় করার মাধ্যমে লোকটি তার পুরোটাই আল্লাহর জন্য নির্ধারণ করে নিয়েছে তাই তার জন্য এ পশুতে অন্যকে শরীক করা জায়েয নয়। যদি শরিক করে তবে ঐ টাকা সদকা করে দেওয়া জরুরি হবে। কুরবানীর পশুতে কাউকে শরীক করতে চাইলে পশু ক্রয়ের সময়ই নিয়ত করে নিতে হবে।
(কাযীখান ৩/৩৫০-৩৫১, বাদায়েউস সানায়ে ৪/২১০)

★প্রশ্নে উল্লেখিত পশু ক্রয়ের সময় যারা ভাগে ছিলো,তাদের মধ্যে যদি কুরবানী ওয়াজিব হয়নি,এমন কোনো ব্যাক্তি থাকে,তাহলে এখানে সেই পশু ক্রয়ের পর নতুন কাউকে প্রবেশ করানোর সুযোগ নেই।

আর যদি পশু ক্রয়ের সময় যারা ভাগে ছিলো,তাদের মধ্যে যদি কুরবানী ওয়াজিব হয়নি,এমন কোনো ব্যাক্তি না থাকে,সকলেই যদি নেসাব পরিমান সম্পদের মালিক হয়,তথা ধনী হয়,তাহলে নতুন কাউকে ক্রয় পরবর্তীতে শরীক করতে পারবে।

তবে সাত ভাগের বেশি করা যাবেনা,ভাগের সকল ভাগ ওয়ালাকে সমান টাকা দিতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 139 views
0 votes
1 answer 138 views
...