বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
শব্দার্থ ডট কমে মনি শব্দের নিম্নোক্ত ব্যখ্যা লিখা হয়েছে-
মণি এর বাংলা অর্থ
[মোনি] (বিশেষ্য) ১ গহনা হিসেবে ব্যবহৃত দামি পাথর; মূল্যবান প্রস্তর; বহুমূল্য রত্ন।
২ আদরসূচক (খুকুমণি, সোনামণি)।
৩ বংশকে উজ্জ্বল করে যে শ্রেষ্ঠ ব্যক্তি।
মণিকাঞ্চনযোগ (বিশেষ্য) সোনার সঙ্গে মণির সংযোগের মতো শোভন ও উপযুক্ত; অতি সুন্দর মিলন।
মণিকার (বিশেষ্য) জহুরি; রক্তবণিক; মণি প্রভৃতি কেটে পালিশ করে যে।
মণিকুট্টিম (বিশেষ্য) মণি বসানো গৃহতল; রত্ননির্মিত মেঝে; পাথর বসানো হয়েছে এমন মেঝে।
মণিকুন্তলা (বিশেষণ) শিরে এমন (কুন্তল এখানে শির অর্থে) (ফণিনী মণিকুন্তলা-মাইকেল মধুসূদন দত্ত)।
মণিকোঠা (বিশেষ্য) মণি দ্বারা তৈরি ঘর।
মণিদীপ (বিশেষ্য) ১ মণিময় প্রদীপ।
২ অতিমূল্যবান স্মরণযোগ্য বস্তু (তোমার হাতের সেই বেদনার রাত্রিই ত আমার জীবন গহনে একমাত্র মণিদীপ-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))।
মণিদীপ্ত (বিশেষণ) রত্নের আভায় উজ্জ্বল (রবিহীন মণিদীপ প্রদোষের দেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
মণিবর্ণা (বিশেষণ) মণিমুক্তার উজ্জ্বল বর্ণবিশিষ্ট (ও মণিবর্ণা দেহ-হাসান হাফিজুর রহমান)।
মণিমণ্ডিত, মণিময় (বিশেষণ) রত্নখচিত; মণিদ্বারা খচিত বা প্রস্তুত।
মণিমাণিক্য (বিশেষ্য) নানা প্রকার মূল্যবান মণি ও রত্ন।
মণিমালা (বিশেষ্য) মণির মালা; মণিময় হার; রত্নময় হার।
মণিরাগ (বিশেষ্য) হিঙ্গুল।
মণিহারা ফণী (বিশেষ্য) ১ মাথার মণি হারানোর ফলে অস্থিরচিত্ত সাপ।
২ অতিপ্রিয় বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্থির ব্যক্তি।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
চাচিকে চাচিই ডাকবেন।বউমনি শব্দের চেয়ে চাচি শব্দই বেশ ভালো। হ্যা, চাচির সাথে আম্মা যোগ করে চাচিআম্মা ডাকতে পারেন।