১. আমাদের মসজিদে ইমাম দুই তলায় দাঁড়ায়। তো দুই তলায় এসি চলে, এসির বাতাসে ঠাণ্ডা লাগে তাই নিচ তলাতেই নামাজ পড়ি, সেখানে এসি নেই।
শুনলাম ইমাম যে তলায় নামাজ পড়ে সেই তলা না ভরলে অন্য তলায় নামাজ পড়া যায় না? কথাটি কি ঠিক? দুই তলা না ভরার পরও যদি আমি নিচ তলায় পড়ি তবে নামাজ হবে?
২. কারো কুরবানীর নিসাব পরিমাণ টাকা আছে। কিন্তু হতে ক্যাশ টাকা নেই। যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা থাকে , টাকাটা তুলার উপায় না থাকে, সেই ব্যক্তির তাহলে কুরবানী ওয়াজিব হবে?
৩. একই ব্যাপার যদি যাকাতের ক্ষেত্রে হয় তবে যাকাত ফরজ হবে?