আসসালামু আলাইকুম উস্তায।
আমার সাথে ইন্টারমিডিয়েট একজন মেয়ে পড়ত। জন্মসূত্রে মুসলিম। মাঝে মধ্যে দেখতাম বিভিন্ন ইসলাম বিদ্বেষী পোস্ট শেয়ার করত ফেসবুকে। খুব সম্ভবত সে এখন কোনো ধর্ম মানে না, আমি নিশ্চিত নই কারণ এইচএসসির পর কথা হয়নি। ভয়ংকর ব্যাপার হল, মেয়েটি নিজেকে নন বাইনারি মনে করে। নন বাইনারি এর অনেক ধরন আছে। যেমনঃ এজেন্ডার, বাইজেন্ডার, জেন্ডার ফ্লুয়িড ইত্যাদি। হোমোসেক্সুয়াল ও অন্তর্ভুক্ত। একত্রে আমব্রেলা টার্ম বলা হয়। মেয়েটি সমকামিতা নিয়ে বিভিন্ন পোস্ট শেয়ার করে এবং বায়োতেও নন বাইনারি দেয়া। আমি মেয়েটির ফলো করা বিভিন্ন পেইজ চেক করেছি। যার অধিকাংশ এই ধরনের। যেমনঃ ট্রান্সজেন্ডার বিডি, রুপবান, বন্ধন, সমকামী সাহিত্য আরও অনেক। যেগুলো সমকামিতাকে প্রমোট করে থাকে। আমি মেয়েটিকে কখনপ মেসেজে দেইনি, কারণ আমি আশংকা করছি তাকে বুঝালেও বুঝবে না। আমি ব্লক করতে চেয়েছিলাম, এখনও করিনি। এই মুহুর্তে একজন মুসলিম হিসেবে আমার করণীয় কি? কারণ মেয়েটি যে শুধু ভুল পথে আছে তা না, আরও অসংখ্য মানুষকে এই পথে উদ্বুদ্ধ করছে। উল্লেখ মেয়েটি আগে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ত, এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।