আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমি ওয়াসোয়াসায় অত্যধিক ভুগতাম বিধায় আমি নিজের কাপড় আর নিজে ধুইনা আম্মু ধুয়ে দেয়। কিন্তু উনাদের ধোয়া শরীয়ত সম্মত ছিলনা পরে আমি বলাতে তিনবার করে ধৌত করত।
আম্মু সাধারণত বালতিতে পানি ভরে নেয় এরপর মগটা মেঝেতে রাখে,পাশে কাপড়টি সাবান দিয়ে কাচে,এরপর ওক হাত দিয়ে মগ টা ধরে বালতিতে রাখে পানি দিয়ে কাপড়ের উপর ঢেলে দেয়।এখানে লক্ষণীয় সেই হাত দিয়েই মগ ধরছে,সেই মগ পানিতে ডুবছে,বা হাত টাও খানিক ডুবছে বালতির পানিগে,এছাড়া মগ ত কাপড় কাচার মেঝেতেই ছিল,সেখানে ছিটেফোটা বা তলানিতে সেই পানি লাগতেই পারে।
যাইহোক এরপর ভালভাবে কাচা হলে,সেই বালতিতে চোবায়,চুবিয়ে তুলে নিংড়ায়,এরপর ওই পানি ফেলে দিয়ে আবার পানি নেয় (সেক্ষেত্রেও সেই হাত দিয়ে পানির ট্যাপ ধরতে হয়) এভাবে তিনবার করে।
এর আগে গতকাল প্রশ্ন করেছিলাম এই আইডি থেকে,মুফতী ওলী উল্লাহ সাহেব বলেছেন ট্যাপ ও মগ বা বালতির পানি নাপাক হয়ে যাবে। অন্য কোনো ভাবে পানি নিয়ে সেই ট্যাপ ধৌত করতে হবে বা বালতি।
আমার প্রশ্ন, অন্য কোথা থেকে পানি নেবে? সেই ট্যাপ ইত ধরতে হবে,আবার মগ ধরলেওত সমস্যা।সেই মগ আবার ধৌত করতে হবে,স্বাভাবিক ভাবে তখন সেখান থেকে পানি ছিটে মেঝেতে পড়বে,মেঝেতেত কাপড় আছেই,আবার মেঝে নাপাক হবে।তখন আবার মেঝে পাক করতে যেয়ে আরেক্ত হাত দিয়ে কাপড় ধরতে হবে,মেঝে পাক হলে আবার সেই হাত দিয়ে ট্যাপ ধিরতে হবে।ঘুরে ফিরে একই হল। এক্ষেত্রে মগে বা ট্যাপে বা বালতির পানিতে ত সরাসরি নাপাকি পড়ছেনা,একবার নাপাক কাপড় কাচার সময় হাতে যা লেগেছে তাই। এই নাপাকি সেই ট্যাপ বা মগ বা বালতির পানির না স্বাদ,বর্ন,গন্ধ কিছুই চেঞ্জ করছেনা।
অন্য কোনো ভাবে পানি নিয়ে বা অন্য কোনো উপায়ে আদৌ কি সম্ভব? যেই ব্যক্তিবর্গ এভাবে মাসয়ালা বলেন তাদের অনুরোধ করছি একটু নিজের বাসার যারা কাপড় ধৌত করেন তাদেরটা খেয়াল করতে।আমি এসবের কারণে অনেক ওয়াসোয়াসায় ভুগি। সময় নষ্ট হয় এসবেই
।অনেক সময় নষ্ট। সাহাবারা কি এত জটিল করে কাপড় ধৌত করতেন?
বেয়াদবি হলে মাফ করবেন,আমি নিতান্ত কষ্ট পেয়ে হতাশ হয়ে প্রশ্ন করলাম।
আমি নিজের কাপড় ধোয়ার ক্ষেত্রে তাই এত জটিলতা আর পরিশ্রম করতে পারিনা,আমার জীবনেত আরো কাজ আছে।উপরে বর্ণিত ভাবে আম্মু বা আমি ধুই। এতে যতটুক পাক হল আরকি কারণ আমি আমার জ্ঞানে কোনো উপায় খুজে পাইনা আল্লাহ দেখছেন আমি কতটা করছি।