ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
যদি পানি প্রবাহিত না হয়,বদ্ধ পানি হয়,কম পানি হয়,সেক্ষেত্রে সেখানে নাপাকি পড়লে সেটি নাপাক হয়ে যাবে।
সেই পানি দিয়ে পবিত্রতা অর্জন জায়েজ হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ حَدَّثَنَا حِبَّانُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَبُولَنَّ الرَّجُلُ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ أَوْ يَتَوَضَّأُ " .
মুহাম্মদ ইবনু হাতিম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামথেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ কোন ব্যাক্তি যেন বদ্ধ পানিতে পেশাব না করে, যাতে সে পরে গোসল অথবা উযু করবে।
সহিহ, বুখারি হাঃ ২৩৯, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৫৬৩,নাসায়ী ৩৯৭)
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে বালতির পানিতে সেই হাতে থাকা নাপাক পানির কয়েক ফোটা পড়ার কারনে বালতির সমস্ত পানি নাপাক হয়ে যাবে।
ট্যাপের যেও অংশে হাত লাগিয়েছেন,হাতলের সেই অংশ নাপাক হয়ে যাবে।
আপনি যদি এখন বালতির সেই পানি দিয়ে কাপড় পাক করতে চান,তাহলে এই কাপড় পাক হবেনা।
তবে আপনি যদি ট্যাপ থেকে পানি নিয়ে (মগে করে হোক বা অন্য কোনোভাবেই হোক ট্যাপ পানি নিয়ে) নাপাক কাপড়টি বাকি দুই বার ধুয়ে ফেলেন, এবং প্রত্যেকবার নিংড়িয়ে নেন,তাহলে সেই কাপড় পাক হয়ে যাবে।
(০২)
প্রশ্নের বিবরণ মতে এক্ষেত্রে উক্ত কথা কাউকে বললে স্ত্রী তালাক হবেনা।
উক্ত নিয়তের এখানে কোনো ধর্তব্য নেই।