আসসালামু আলাইকুম উস্তায
আমার মাসিক শুরু হওয়ার পরে ব্লিডিং শেষ হয় ৫ম দিনের দিকে। ষষ্ঠ, ৭ম দিন সাদা টিসু দিয়ে চেক করলে দেখি খয়েরি কালার পদার্থ তখনও দেখা যাচ্ছে তখন ধরে নিই যে এখনো নামায পড়ার অবস্থা আসে নি।এজন্য ৮ম দিনে যখন দেখি একদম টিসু দিয়ে চেক করলে ক্লিয়ার আসে তখন থেকে নামাজ পড়ি ফরজ গোসল দিয়ে। আমি এবার দেখলাম ৭ম দিন যোহর এর পরে টিসু দিয়ে চেক করলে তখনও খয়েরী আসে তারপর আমি গোসল করি সাধারণ ভাবে ভেবে নিলাম এখনো ভালো হয় নি।কিন্তু মাগরিবের ওয়াক্তে চেক করলে দেখি টিসু ক্লিয়ার।তারপর এশার ওয়াক্তে ফরজ গোসল দিয়ে আসর,মাগরিব,এশা পড়ে নিই।আমার প্রশ্ন হলো এর আগের মাস গুলো তে মাসিক ৭ম দিন পর্যন্ত ধরেছিলাম ৮ম দিনে যোহর থেকে নামাজ পড়েছিলাম। কিন্তু আমার গাফেলতির কারণে বা রাতে গোসলের ভয়ে সন্ধ্যা বা রাতে চেক দিতাম না, ভেবে নিতাম ৮ম দিনেই একদম ক্লিয়ার হয় সেদিন থেকেই নামাজ শুরু করব।কিন্তু আমার মনে হচ্ছে ৭ম দিন আসর থেকে বা মাগরিব থেকে আসলে আমার নামাজ পড়া উচিত ছিল।
এখন আমার প্রশ্ন হচ্ছে ৭ম দিন থেকে নামাজ শুরু না করার জন্য সেই নামাজ গুলো কি কাজা হয়েছে??এক্ষেত্রে আমার করনীয় কি???কত গুলো নামাজ কাজা সেটাও বুঝতে পারছি না। টিসু চেক ছাড়া শেষ এর দিকে মাসিক একদম শেষ কিনা বুঝা যায় না, খুব ককনফিউশান কাজ করে, এজন্য নামাজ পড়ব কোন ওয়াক্ত থেকে সেটা নিয়েও প্রব্লেম এ পড়তাম,ওর সমাধান কি??