আসসালামুআলাইকুম, আগে মাপ চেয়ে নিচ্ছি কমেন্টে উত্তর পাইনা দেখে এখানে প্রশ্ন করার জন্য।
https://ifatwa.info/48099/ নং ফতওয়া ৩ নং প্রশ্ন ছিলো আমাদের সাথে কতগুলো শয়তান থাকে?
উত্তর-সার্বক্ষনিক একটি শয়তান থাকে।
এখান থেকে প্রশ্ন উঠে অন্য শয়তান ও তাহলে থাকে নিশ্চয়ই। যারা হয়তো আসা যাওয়ার মধ্যে থাকে। কিন্তু কয়টি থাকে নিশ্চিত নয়।
১)বাকি শয়তান গুলো কি নিজ থেকে আসে নাকি ইবলিশের আহবানে তারা আসা যাওয়া করে?
আমার মামার সাথে জিন ছিলো। জিন থাকার কারনে তিনি এবনর্মাল হয়েছিলেন। পরে উনাকে নাকি জিন অন্য দেশে নিয়ে গেছে যেটা খোনারের কাছ থেকে জেনেছি। উনি দশ বছর নিখোজ। আবার এমন শুনেছি কিছু মানুষের সাথে জিন রাতে সহবাস করে। ঘুমাতে দেয় না। ২)এই জিনগুলো কি নিজ থেকে মানুষকে ধরে? নাকি শয়তানের আহবানে তারা মানুষকে ধরে?
৩)পবিত্র কুরআনের একটি আয়াতে আল্লাহ তা'আলা বলেছেন-কিয়ামতের দিন মানুষ যখন শয়তানের দোষ দিবে, শয়তান বলবে, তোমাদের(মানুষ) উপর আমার কোনো আধিপত্য ছিলো না, আমি তো কেবল তোমাদের আহবান করেছি। আয়াতটি এরকম। হুবুহু নয়। এখান থেকে বুঝতে পারি, আমাদের সাথে সবসময় থাকা ইবলিশ শয়তান আমাদের শুধু খারাপ কাজে আহবান করে,জোর করতে পারেনা। (জিন যেরকম জোর করে কোনো কাজে)। আমার ধারনা কি ঠিক???
এই সম্পর্কে আরো কিছু বলবেন।