বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তাকবীরে তাহরিমার সময় কানের লতি বরাবর হাত উত্তোলন করতে হবে।তবে কেউ কেউ কাধ বরাবর হাত উত্তোলনের কথাও বলেছেন।
وجاء عن مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ : " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ ، وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ " فَقَالَ: سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ فَعَلَ مِثْلَ ذَلِكَ "
রাসূলুল্লাহ সাঃ যখন নামাযে তাকবীরে তাহরিমা দিতেন,তখন কান বারাবর হাত উত্তোলন করতেন।এবং যখন রু'কু করতেন,তখনও কান বরাবর হাত উত্তোলন করতেন।
( সহীহ মুসলিম-৩৯১)