ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যেহেতু ঐ আপনার হাতেই আসেনি,এবং কোনো গরিবকেও দিচ্ছেন না, তাই সওয়াবের নিয়ত ব্যতিত এখানে সদকাহ করার কোনো প্রশ্নই আসে না। প্রথমে ব্যাংক থেকে তুলে আনার চেষ্টা করুন।সম্ভব না হলে ছেড়ে আসবেন।
(২)
ইসলাম শিক্ষা বই পড়া শেষে অন্য কাউকে দিয়ে দিবেন।অথবা সযত্নে সংরক্ষণ করে রাখবেন।ভবিষ্যতে এই বই থেকে কিছু শিখতে পারবেন।
(৩)
মোবাইল এ যেসব ইমোজি ব্যবহার করা হয়, সেগুলো কাগজে অঙ্কন করলেও গুনাহ হবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/974
(৪)
ফজর নামাযের পর যেই সমস্ত দু'আর কথা বর্ণিত রয়েছে, এগুলো সুন্নত বা নফল। সুতরাং এগুলোকে না পড়লে পরবর্তীতে পড়া জরুরী নয়। হ্যা,যদি কারো নিয়মিত আ'মল অংশ এগুলো থাকে,তাহলে মিস হয়ে গেলে, যে সময়-ই মনে হবে, তখন পড়ে নিলেই হবে।