As-salamua'laikum owa rahmatullahi wabarakatuh
প্রিয় শায়খ ,
আজকে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখি।
দেখিছি যে আমি একটি দাওয়াতে গেছি। সেখানে বৃষ্টি/কোনো ভাবে পানি পড়ে আমার পাঞ্জাবি/কুর্তা ভিজে গেছে। তখন আমি ভাবছি এটা শুকাতে দেয়া দরকার। তখন দেখি ঐ বাসার ছাদেই বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা আছেন। তিনি আমাকে বললেন দাও তোমার কাপড়টা শুকাতে দেই। বলে তিনি সেটা নিয়ে ছাদের কিনারায় যেতে যেতে খুব কিনারায় গিয়ে কাপড় নাড়লেন এবং ছাদ এর কিনারায় যেখানে তিনি ছিলেন হঠাৎ সেটা ভেঙে নিচে পড়ে যেতে লাগলো এবং তখন তিনি আমার দিকে তাকিয়ে কালিমা পড়তে পড়তে নিচে পড়ে গেলেন। আমি এটা দেখে স্তম্ভিত হয়ে গেলাম আর কি করবো বুঝতে পারছিলাম না। এরপর বাসার নিচে এসে দেখি উনি মারা গেছেন । আমি দূরে দাড়িয়ে থাকলাম , কাছে যাই নাই কারণ তার পরিবারকে কি বলবো বুঝতে পারছিলাম না। এরপর আমি বাসায় চলে আসি। কাউকে কিছু বলি নাই। কিন্তু নিজের মধ্যে অনুশোচনা হচ্ছিলো খুব , কারণ আমাকে সাহায্য করতে গিয়ে ওনার এই অবস্থা হল। এরপর ১/২ দিন পর আমি আমার মাকে বলি এই ঘটনা খুব খারাপ লাগছিল নিজের কাছে তাই। কিন্তু তখন আমার মা বলেন , এই খবর মা জানেন । আমাকে সাহায্য করতে গিয়ে উনি পড়ে গেছেন আর আমি ছাদে ওই ব্যক্তির সাথে ছিলাম। মা বলেন যে, এই খবর সবাই জানে। আমি খুব অবাক হই ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। ( উল্লেখ্য , ছাদে আমি আর ওই বক্তা ছাড়া কেউ ছিলো না )
সাধারণত আমি স্বপ্ন দেখি না। তাই এই স্বপ্ন নিয়ে খুব চিন্তায় আছি। এটা কিসের আলামত বুঝতেসি নাহ।