আসসালামুআলাইকুম।
1.নাপাক কাপড় টেপ এর পানির নিচে ধোয়ার সময় হাতে পানি নিয়ে টেপ ধুয়ে দেই। এভাবে কয়েকবার করার পর খেয়াল করি যে, টেপ এর মাথা ধোয়ার সময় একবার পানি যখন দেই হাত দিয়ে, তখন এক ফোঁটা দুই ফোঁটা পানি বেয়ে পড়ে টেপ এর পানির তরঙ্গের সাথে লেগে যাচ্ছে, টেপ এর পানি মাটিতে পড়ার পর বা ছিটে পড়ার সময় লাগেনি, প্রবাহিত তরঙ্গের সাথে লেগেছে, এক্ষেত্রে সরাসরি প্রবাহিত পানির সাথে টেপ ধোয়া পানি লাগায় নাপাক হবে না তো না? যেহেতু সরাসরি প্রবাহমান পানির তরঙেই পড়েছে?
2. যদি নাপাক হয়, এই রকম হচ্ছে না বুঝে কিছু কাপড় ধুয়ে ফেলি, এখন ওই কাপড়গুলো কি নাপাক ধরে আবার ধুতে হবে?
3. যদি নাপাক হয়, 3বার করে ধুয়ে চিপে নেওয়ার পর বিছানায় রেখেছি ওই কাপড়গুলি ( যেহেতু পাক হয়েছে ভেবেছিলাম), বিছানার চাদর কি নাপাক হয়ে গেছে? নাকি নাপাকীর চিহ্ন না পেলে পাক ধরবো?
দয়া করে জানাবেন।