আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লা।এই বিষয়টা মানে ঈলা নিয়ে লাস্ট প্রশ্ন।দয়া করে কিছু মনে করবেন না।মেয়েটা খুবই টেনশনে এই বিষয়টা নিয়ে আর খুব ভেন্গে পড়েছে মানসিক ভাবে তাই লাস্ট প্রশ্ন। এমনকি সে ভয়ে কারো সাথে মন খুলে কথা বলতে পারতেছে না।হয়ত আপনার একটা ফতোয়ায় ওদের সংংসারটা বেচে যাবে।
আগের প্রশ্নঃ
ifatwa.info/47513/ এই প্রশ্নটা আরেকটু দেখবেন আর কমেন্ট টা দেখে একটু বলবেন। কারন তারা ঈলা নিয়ে জানত না।আর স্বামী অনেক চেয়েছিল আসতে কিন্তুু পারে নি।কারন স্ত্রীকে এখনেো নামিয়ে নিয়ে যায় নি কারন মেয়ের বাবা মা মানে নি তাই।আর লকডাউনের কারনে সব স্কুলে কলেজ আর সব কিছু বন্ধ ছিল তাই দেখা করতে পারে নি।স্বামী বার বার চাইত আসতে।স্ত্রী বলত আগে সব কিছু খোলক।তাই ৭-৮ মাস পরে দেখা করেছিল।শপথ করলেও করেছিল যে স্ত্রীর সাথে অভিমান করে।স্বামী দূরে থাকে তহ স্ত্রীর কাছে আসার কথা বললে স্ত্রী বলত বার বার কথা এইগুলো কেন বল,তখন হয়ত স্বামী শপথ করত।তালাক দেওয়ার ইচ্ছা থাকলে তহ আসতে চাইত না।আর ঈলা নিয়ে কোনদিন শুনেও নি।আর ওরা এই বিষয়ে কোনদিন শুনেও নি।আর এই সহীহ হাদিস ২ টা মানলে হয়ত ওদের সংংসার বেচে যাবে।দয়া করে একটু বলবেন মানা যাবে কিনা? মানলে কি গুণাহ হবে কিনা?কোন কি উপায় নাই যারা জানে না তাদের জন্য? স্ত্রীটা খুব চিন্তায় আছে,খুব ভেন্গে পরেছে মানসিক ভাবে।কারন স্বামীকে এই বিষয়ে কিছু বলতেও পারতেছে না।বাড়িতেও বলতে পারতেছে না।
এর উত্তরে আপনি বলেছেনঃ
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরণ মতে স্বামীর ইচ্ছা সত্ত্বেও, বারবার চাওয়া সত্ত্বেও লকডাউনের কারনে যেহেতু সে চার মাসের মধ্যে স্ত্রীর নিকট গমন করতে পারেনি,সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে এই চার মাসের মধ্যে স্বামী যদি স্ত্রীর সাথে স্বামী সূলভ মৌখিক আচরণ করে থাকে,যেটি সেই স্ত্রীকে তালাক দিবেনা,বরং তাকে আগের সেই শপথ থেকে ফিরিয়ে নিয়েছে এমন বুঝায় বা তার কাছে গমন করবে এমন ইচ্ছা বুঝায়,তাহলে স্বামীর জন্য স্ত্রীর নিকট গমনের প্রবল ইচ্ছা থাকায় লকডাউনের ফলে যেতে না পারায় প্রশ্নের বিবরণ মতে তালাক হবেনা,ইনশাআল্লাহ।
,
তবে সতর্কতামূলক নির্জনে কোথাও হলেও যেকোনো প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষ সাক্ষীর সামনে পুনরায় বিবাহ পড়িয়ে নেয়ার পরামর্শ থাকবে।
(আল্লাহ-ই ভালো জানেন)
১।এই বিষয়ে লাস্ট কিছু প্রশ্ন জানার ছিল।মেয়েটার বিয়ে হয়েছিল জানুয়ারীর ২৩ তারিখ ২০২১ সালে।ফেব্রুয়ারিতে আর মার্চে ২ বার দেখা করে বিয়ের পর। সহবাস ও হয়।মার্চের পর থেকে আর হয় না কারন লকডাউন আর স্কুল কলেজ সব বন্ধ। যেহেতু মেয়েটার পরিবার মেনে নেই নি আর বিয়ের কথাও জানত না তাই মেয়েটা বাসা থেকে বের হতে পারত না দেখা করার জন্য।এরপর এক্কেবারে দেখা করে ডিসেম্বরে।তখন ও মেয়েটা বাসায় মিথ্যা বলে দেখা করেছিল।কিন্তু কখন মানে কোন মাসে ঈলা করেছিল আর এর চার মাসের ভেতর আসতে চেয়েছিল কিনা কিছু সিওর ভাবে মনে নেই মেয়েটার।এই ৭-৮ মাসের মধ্যে কোন মাসে করেছে ইলা তা জানে না।আর এত সময়ের মধ্যে অনেকবার বলেছিল স্বামী দেখা করার জন্য।স্বামীর বাড়ী অনেক দূরে।৭-৮.ঘন্টা সময় লাগে আাসা যাওয়ায়।তবু স্বামী বলত" ১ ঘন্টার জন্য হলেও কোন রেস্টুরেন্টে বসে দেখা করবে।স্বামী বলত সবাই দেখা করতে পারে শুধু তুমি পার না। আরো বলত বিয়ে করছি যে বলে একফোঁটা দেখা করতে পারি না,বউয়ের কাছে যাইতে পারি না।সবাই মিথ্যা বলে বের হতে পারে শুধু তুমি পার না যে।আবার মাঝে মাঝে বলত আমার সাথে অবশ্যই দেখা করবে।"আবার মাঝে মাঝে রাগ করে বলত আর দেখা করবে না।কিন্তুু দেখা করবে না এটা এমনিতে বলত।স্বামী বেশি চাইত দেখা করার জন্য।এমনকি ঝগড়া সহ করত দেখা করার জন্য কিন্তুু স্ত্রী বলত বিয়ে তহ হয়েছে আমি কোথাও যাচ্ছি না দেখা করব তহ,এখন করলে বিপদে পরব।পরে দেখা করব।কারন সব স্কুল কলেজ বন্ধ তাই বাসায় বলেও বের হতে পারবে না স্ত্রী তাই,তাই স্ত্রী বলত পরে দেখা করবে।তখন তারা ঈলার বিষয়ে কিছু জানত না তারা।কোনদিন শুনেও নি।নতুন বিবাহিত ওরা।এর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে স্ত্রী তালাক চাইলে বা মুক্তি দাও বললে স্বামী বলত তুমি দিও,/বা দিব /বা তুমার ভাল না লাগলে বা তুমার ইচ্ছা হলে চলে যাও আটকাব না/ বা এই বিষয়ে কথা বলবে না এরকম কিছু বলত।কিন্তুু স্বামী তালাক দিত না।আর এসব কথা বা ঝগড়া ঈলা করা নিয়ে বলত না,কারন ওরা ঈলা কি জিনিস সেটাই জানত না। স্বামি কোনদিন চাইত না স্ত্রীকে তালাক দিতে,সে স্ত্রীকে ।এমনকি যেমন ঝগড়া হবে হোক ১ দিন ও কথা না বলে থাকত না স্বামী।যদি স্ত্রী রাগ করে ফোন অফ করে দিত বা ব্লক করে দিত তখন পাগলের মত হয়ে যাইত, মেসেজ কল দিতে থাকত।আবার মাঝে মাঝে নিয়ত ছাড়া কেনায়া শব্দ বলত।তালাক চাওয়ার পর পর নই।মানে মনে নেই তালাক চাওয়ার পর পর বলত কিনা।কারন তখন তারা কেনায়া তালাক কি সেটাও জান না, আর মেসেজে বা ফোনে কথা হত।পরে জানার পর স্বামীকে জিগ্যেস করেছিল অনেক বার তালাকের নিয়তে কোনদিন কিছু বলেছিল কিনা? স্বামী বলে না না। ঈলা করলেও কোন মাসে করেছে,আর এরপর আবার ঈলা করেছিল কিনা এসব স্ত্রীর মনে নেই।উপরে যা বলেছি কথা সব ৭-৮ মাসের কথা,।মানে মার্চে লাস্ট দেখা হয়।এরপর কোন মাসে ঈলা করেছে আর এরপর আবার ঈলা করেছিল কিনা কিছু মনে নেই সিওরলি,করতেও পারে।মার্চের পর ডিসেম্বরে দেখা করে। যা হওয়ার এই সময়ের মধ্যে হয়েছিল।উপরের সব কথা এই সময়ের মধ্যে।আর কথাগুলো ধরেন ঈলা করার পর বলেছিল।মানে ওপরের সব কিছু।হয়ত ঈলা করার চার মাসের মধ্যেও বলতে পারে বা আরো পরে কারন স্ত্রীর মনে নেই সিওর ভাবে।চার মাসের মধ্যে বলেছিল হয়ত কারন কিছুদিন পর পর বলত স্বামী আমি কখন আসব বা আমার সাথে দেখা কর।আর উপরের অন্য কথা গুলোও ও।আর এসব কোন কথা ঈলার জন্য বলত না।এতে কি কোন সমস্যা হবে? স্বামী চাইত বেশি আসার জন্য পারে নি।উপরের কথা গুলো বললেও স্বামী চাইত স্ত্রীর কাছে আসার জন্য দেখা করার জন্য।স্ত্রী বলত পরে আসিও,এখন আসলে বিপদে পরব।পরে আসতে বলত কারন তারা ঈলা নিয়ে জানত না।দয়া করে একটু বলবেন কোন সমস্যা হবে কিনা? ওরা চাই একটু ভালবাবে থাকতে। হয়ত আপনার একটা ফতোয়ায় ওদের সংংসারটা বেচে যাবে।
২।এই প্রশ্নটা এমনিতে জানার জন্য করেছি।কারন এটা নিয়ে সন্দেহ আর ওয়াসওয়াসা আছে বেশি স্ত্রীর তাই।ধরেন উপরের স্বামী যদি ঈলা করার পর চার মাস পর বা চার মাসের মধ্যে আবার ঈলা করে না বুঝে,কিন্তুু আসতে চাই এতে কি সমস্যা হবে?মানে ঈলা কি জানে না।এমনিতে শপথ করেছ।কিন্তুু আসতে পারে নি।মানে ধরেন এবার শপথের পর ও ১নং পয়েন্টার মত সব হত।মানে ১ নং পয়েন্টে যা যা বলেছি সব হত। একটু পর সব ভাল হয়ে যেত,স্বামী স্ত্রী সলূভ আচরন করে,আসতেও চাইত।কিন্তুু পরে ধরেন আবার করেছে শপথ।তখন ও একটু পর ভাল হয়ে যেত।কিন্তুু আসতে পারত না সমস্যা থাকাই।তখন ও স্বামী স্ত্রী সলূভ আচরন করত।সব ঠিক ঠাক।শুধু সব কিছু বন্ধ থাকায় আসতে পারত না।আর শপথ সে তালাক বা স্ত্রীকে কস্ট দেওয়ার জন্য করত না।এই বিষয়টা এমনিতে জানার জন্য করেছি কারন এটা নিয়েও সন্দেহ আছে স্ত্রীর ।কারন এটা নিয়ে জানত না তহ হয়ত স্বামী শপথ করতেও পারে।না জেনে না বুঝে কিন্তু এটা সিওর তালাক দেওয়ার জন্য এসব বলত না বা তালাকের নিয়তে বলত না।অভিমান বা রাগ করে বলত।কারন এর পর ও ঠিকি আসতে চাইত,স্ত্রীর সাথে ঝগড়াও করত আসার জন্য মানে পুরো ১ নং পয়েন্টার মত সব হত।এসব ঘটনা ৭-৮ মাসের ভেতরের কথা।একটু জানাবেন দয়া করে।
৩।আবার বিয়েটা যদি না করে বা ২-৩ বছর পর করে তাহলে কি কোন সমস্যা হবে? মানে স্ত্রী এখনো বাবার বাসায় তহ,যখন নামিয়ে নিয়ে যাবে তখন করলে কোন সমস্যা হবে?আর তখনও স্ত্রী বলার পরও স্বামী আবার বিয়ে না পরালে কি গুণাহ হবে?
৪।আপনি যেহেতু তালাক হবে না বলছেন।তবু সতর্কতা মূলক বিয়ে করার পর স্বামী কি ৩ তালাকের মালিক থাকবে?
৫।ওরা স্বামী স্ত্রীর মত থাকতে তহ কোন অসুবিধা নেই তাই না?সতর্কতার জন্য বিয়ে পরে করবে মানে যখন নামিয়ে নিয়ে যাবে।
৬।ধরেন উপরের সব প্রশ্ন মানে ঈলা সংক্রান্ত সব প্রশ্ন সন্দেহ নিয়ে করেছে।স্বামী সহবাস করবে না বললেও স্ত্রীর শপথ করছিল কিনা মনে নেই সিওর ভাবে।স্বামীর ও মনে নেই।সে সন্দেহ নিয়ে এসব প্রশ্ন করলে বা বললে কি কোন সমস্যা হবে?
৭। আর আমি একজন মহিলা।আমাকে স্বামী তালাকের পাওয়ার দিয়েছে।২ নং পয়েন্টে "আর শপথ সে তালাক বা স্ত্রীকে কস্ট দেওয়ার জন্য করত না" এই কথাটা লিখায় কি কোন সমস্যা হবে আমার বৈববাহিক সম্পর্কে?আমি নিজের দিকে ইন্গিত করি নি,স্বামী মানে উপরে যে স্বামীটার কথা বলা হয়েছে ওর কথাটা বলেছি।
দুঃখিত শায়খ প্রশ্নটা অনেক বড় হয়েছ কিন্তুু জানার ছিল এই বিষয়ে।