بسم الله الرحمن الرحيم
জবাব,
ইসলাম নারীকে
সুরক্ষিত রাখার জন্য সফরে নারীর সাথে মাহরাম থাকা ওয়াজিব করে দিয়েছে; যাতে করে মাহরাম পুরুষ নারীকে দুশ্চরিত্র ও
হীন-উদ্দেশ্য চরিতার্থকারী লোকদের থেকে নিরাপদ রাখতে পারে এবং সফরে নারীর দুর্বলতায়
তাকে সহযোগিতা করতে পারে। যেহেতু সফর হচ্ছে- এক টুকরো কষ্ট। তাই মাহরাম ছাড়া কোন নারীর
সফর করা জায়েয নয়।
ইবনে আব্বাস
(রাঃ) এর হাদিস তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: “অবশ্যই অবশ্যই কোন নারী মাহরাম
ছাড়া সফর করবে না। তখন এক লোক দাঁড়িয়ে বলেন: ইয়া রাসূলুল্লাহ্! আমি তো অমুক যুদ্ধে
যাওয়ার জন্য নাম লিখিয়েছি। আমার স্ত্রী হজ্জ করার জন্য বেরিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম বললেন: তুমি গিয়ে তোমার স্ত্রীর সাথে হজ্জ কর।”[সহিহ বুখারী (ফাতহুল
বারী ৩০০৬)]
নারীদের জন্য
মাহরাম ছাড়া সফরের দূরত্ব অতিক্রম করা বৈধ নয়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,
وَلَا
تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ
‘কোনো স্ত্রীলোক যেন কোনো মাহরাম সঙ্গী ছাড়া
সফর না করে।’ [সহিহ বুখারি, হাদিস: ৩০০৬]
সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কোনো নারী
যদি মাহরামসহ হজ্বে গিয়ে থাকে তাহলে মাহরাম ছাড়া তাওয়াফ করতে কোনো সমস্যা নেই। কারণ, সেখানে সফরের দূরত্ব পাওয়া যায় না। আর সফরের
দূরত্ব ছাড়া নারীরা মাহরাম ছাড়া বাহিরে বের হতে পারে। (রদ্দুল মুহতার ৩/৪৬৫)